Web bengali.cri.cn   
বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী শহর হোফেই
  2010-03-25 15:48:05  cri
চীনের পূর্বাঞ্চলে অবস্থিত হোফেই শহর হচ্ছে আনহুই প্রদেশের রাজধানী। হোফেই চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চিহ্নিত জাতীয় উদ্ভাবনী পরীক্ষার শহর। উদ্ভাবনী শহর কিভাবে নির্মাণ করা যায়? সাম্প্রতিক বছরগুলোতে হোফেই শহর নিজের নির্মাণের কিছু অভিজ্ঞতার সারসংকলন করেছে। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা বলবো।

হোফেই চীনের মধ্যপূর্বাঞ্চলে অবস্থিত। চীনের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, হোফেই শহরের মেয়র উ সুন রোং মনে করেন, সুন্দর পরিবেশ হচ্ছে হোফেই শহরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট। তিনি বলেন, 

'উদ্ভাবনী শহর নির্মাণ করা, শিল্প ও সেবা ক্ষেত্রে উন্নতি সাধন করা হচ্ছে উন্নয়ন প্রক্রিয়ার একটি অংশ। সব উন্নয়নের লক্ষ্য হল জনগণের জীবনযাপনের মান উন্নত করা। উন্নয়নের সময় এটি ভুললে চলবে না। তেল চালিত মোটর গাড়িগুলোকে প্রাকৃতিক গ্যাস চালিত গাড়িতে রূপান্তর এবং ছাও হ্রদ দূষণের হাত থেকে হোফেই শহরকে রক্ষা করে চলেছে। দূষণ থেকে পরিবেশকে রক্ষার জন্য শহরের বাস ও ট্যাক্সিগুলোর জ্বালানি রূপান্তর করা হয়েছে।'

উ সুন রোং বলেন, 

'বাতাসের মান ঠিক রাখার জন্য আমাদের ৮ হাজার তেল চালিত ট্যাক্সিকে প্রাকৃতিক গ্যাস চালিত ট্যাক্সিতে রূপান্তর করা হয়েছে। প্রাকৃতিক গ্যাস চালিত গাড়ি তেল চালিত গাড়ির তুলনায় ৯০ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ করে। এর পাশাপাশি ক্ষতিকর গ্যাস নিঃসরণের হার শুন্যে নামিয়ে আনার লক্ষ্যে হোফেই শহর এখন বিদ্যুত চালিত গাড়ি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসে বিদ্যুত চালিত গাড়ি প্রদর্শন করা হয়। তবে বিদ্যুত্ চালিত গাড়ির বাণিজ্যিক পরিচালনার ক্ষেত্রে হোফেই হচ্ছে চীনের প্রথম শহর।'

উ সুন রোং বলেন,

'বিদ্যুত্ চালিত গাড়ি একটি নতুন জিনিস। বর্তমানে উদ্ভাবিত এ ধরণের গাড়ির গতি খুব বেশি নয়। আমাদের হোফেই শহর ৩০টি বিদ্যুত্ চালিত গাড়ি নিয়ে গঠিত বাস পরিচালনার শহরে পরিণত হয়েছে। বর্তমানে হোফেই শহরের বাতাসের মান চীনের শীর্ষ মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাস ও ট্যাক্সির গ্যাস নিঃসরণের ওপর কড়াকড়ি আরোপের ফলে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। হোফেই শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ছাও হ্রদও ভূমিকা রেখেছে।'

দীর্ঘদিন ধরে ফসলের ক্ষেতে ব্যবহৃত রাসায়নিক সার ও পোকা মারার ওষুধ বৃষ্টি পানির মাধ্যমে ছাও হ্রদে প্রবেশ করেছে। এসব বর্জ্য পদার্থ ছাও হ্রদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এব্যাপারে মেয়র উ সুন রোং বলেন, ছাও হ্রদের দূষণ নিয়ন্ত্রণে কৃষি কাঠামো সুবিন্যাস করা ও অন্য জায়গা থেকে দূষণমুক্ত পানি আনাসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে ।

তিনি বলেন, 

'নদীর উজানের পানি দূষণমুক্ত করার জন্য আমরা দশ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছি। চীনের ৩৬টি শহরের মধ্যে হোফেই শহর দুষিত পানি পরিশোধনের প্রথম শহর'।

এর পাশাপাশি মেয়র উ হোফেইয়ের আবর্জনা পুড়িয়ে ফেলার কারখানা নির্মাণ করতে চান। যদিও এর জন্য অনেক অর্থের বরাদ্দ দরকার, তবুও মেয়র উ মনে করেন এটি অত্যন্ত দরকারি। তিনি বলেন, 

'পরিবেশ সুরক্ষার জন্য অর্থ বরাদ্দ দেয়া কেবল অর্থনীতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং জনগণের জীবনযাপনের মান ও স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত।'

পরিবেশ দূষণমুক্ত করার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি হোফেই শহর উদ্ভাবনী শহর নির্মাণের ওপর গুরুত্ব দিচ্ছে। ২০০৫ সালে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হোফেইকে উদ্ভাবনী শহর হিসেবে চিহ্নিত করে।

হোফেই শহর হচ্ছে চীনের চারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের একটি। নতুন প্রযুক্তির ফল পেতে সরকারের বেশ কিছু কাজ করা দরকার।

উ সুন রোং বলেন,

'প্রথমত দরকার উত্পাদন ও গবেষণার সংঘ গড়ে তোলা এবং শিল্পপ্রতিষ্ঠানে পেশাপত প্রযুক্তি বিক্রি করা। এর পাশাপাশি দরকার গণ সেবাকেন্দ্র, গবেষণার প্ল্যাটফর্ম ও সম্পত্তি বিনিময় বাজার গড়ে তোলা। তাছাড়া, বিভিন্ন ধরণের উদ্যোগ সহায়তা প্রতিষ্ঠান, গবেষণার ফলাফল এবং অর্থ এ তিনটি বিষয়কে একসূত্রে গাথা দরকার'।

হোফেই শহর এসব মৌলিক সেবা দেয়ার কারণে ২০০৯ সাল পর্যন্ত এখানে আধুনিক ও অত্যাধুনিক প্রযুক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছয় শ' ছাড়িয়ে গেছে। এসব শিল্পপ্রতিষ্ঠান হোফেইয়ের আর্থিক সংকট মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।

মেয়র উ বলেন, যদিও হোফেই শহরের অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে, তবে বাস্তব উদ্ভাবনী শহর সৃষ্টি করতে চাইলে আরো দীর্ঘমেয়াদী প্রচেষ্টা করা দরকার।

তিনি বলেন,

'আমাদের লক্ষ্য হল হোফেইকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রক্ষার শহর হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুষম শহর নির্মাণ করা হবে।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040