Web bengali.cri.cn   
চীনের জলজদ্রব্যের রফতানি ব্যাপকভাবে বেড়েছে
  2010-03-18 20:20:52  cri
"খুয়েনসেন দুষণমুক্ত বিনোদন খামার" নাম শুনে অনেকেই অবাক হয়ে যান। তবে এ প্রসঙ্গে এ খামার মহা পরিচালক , তাইওয়ানের ব্যবসায়ী ওয়াং চিও ছিয়াং হেসে বললেন, এখানে ছুটির সময় কাটালে দৃশ্যের মাধুরী উপভোগ করা যায়। সম্প্রতি এই বিনোদন খামারের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন শুনুন চীনের চিয়াংসু প্রদেশের খুয়েনসেন থেকে আমাদের সংবাদদতার পাঠানো একটি প্রতিবেদন।

খুয়েনসেন দুষণমুক্ত বিনোদন খামারের আয়তন ৪৭ হেক্টর। গোটা খামার বেশ কয়েকটি কৃত্রিম পুকুর ও পাহাড় আছে। তা ছাড়া যেখানে সেখানে নানা ধরনের ফুল চোখে পড়ে। বছরের চারটি ঋতুতে টোমাটো, গুমুরাসহ নানা ধরনের ফুলমূল পাওয়া যায়। চার দিকের দৃশ্য অত্যন্ত সুন্দর। সত্যিই এই খামারকে পযর্টকদের জন্য আদর্শ জায়গা বলে মনে করা হয়।

ওয়াং চিও ছিয়াং মনে করেন, তিনি নতুনত্বের ওপর বিশেষভাবে মনোযোগ দেওয়ার ফলে তার এই শিল্প প্রতিষ্ঠান সফল হয়েছে। এই খামারের সমস্ত ফূলমূল দুষণমুক্ত। খামার ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি তাইওয়ানের। পযর্টকরা এখানে আসার পর সুস্বাদু ফলমূলের স্বাদ উপভোগ করার পাশাপাশি চার দিকের মনোরম দৃশ্যে মুগ্ধ হয়ে যান। তিনি আবেগের সঙ্গে বলেন

তাইওয়ানের কৃষি কাঠামোর পরিবতর্ন অপেক্ষাকৃতভাবে দ্রুত। গত দশ বারো বছরে কৃষি খাতে তাইওয়ানের সাফল্য লক্ষ্যণীয়। চীনের মূল ভূভাগে তাইওয়ানের উত্পাদিত ফুল সমাদৃত ।

প্রায় দশ বছর আগে, ওয়াং চিও ছিয়াং তাইপেই থেকে চীনের মূল ভূভাগে এসে ইলিকট্রনিক ও প্লাস্টিক ব্যবসা শুরু করলেন । ব্যবসা বেশ ভাল ছিল। কিন্তু কৃষক পরিবারে জন্ম ও বড় হওয়ার কারণে তিনি সব সময় কৃষক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০০৫ সালে তিনি ইতস্তত না করে তার ব্যবসা ছেড়ে খুয়েনসেনে দুষণমুক্ত খামার প্রতিষ্ঠা করেন।

তাঁর এই খামার যাতে স্থানীয় জনসাধারণের জনপ্রিয় বিনোদনের জায়গা হিসেবে গড়ে ওঠে সে জন্য তিনি তাইওয়ান থেকে আধুনিক কৃষি প্রযুক্তি আনেন এবং তাইওয়ান প্রণালীর দু'পারের নামকরা কৃষি বিষয়ক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানান। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের আধুনিক কৃষি প্রযুক্তি আনার জন্য তিনি পর পর জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ পরিদশর্ন করেন। মাত্র চার বছর পর তার এই খামার চীনের মূল ভূভাগের একটি নামকরা দূষণমুক্ত বিনোদন খামার পরিণত হয়েছে।

এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে, ওয়াং চিও ছিয়াংয়ের খামার ব্যবস্থাপনার পদ্ধতি বৈশিষ্ট্যসম্পন্ন। ব্যবস্থাপনায় তিনি সব সময় কাযর্কারিতার ওপর মনোযোগ দেন। তিনি সব সময় বাজারের চাহিদা অনুসারে তার ব্যবসা পনর্গঠন করেন। তাঁর খামারের অনেক ফুলমুল সমাজের জন্য খোলা থাকে । অন্য কথায় ভোক্তারা খামার এসে নিজেদের পছন্দমতো ফুল তুলতে পারেন। বলাবাহুল্য ফুল তোলার পাশাপাশি ভোক্তারা খামার সুন্দর দৃশ্যও উপভোগ করতে পারেন। উত্কৃষ্ট বীজ আনার ফলে খামার ফুলের ফলন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের রকমারিও বেড়েছে। সুতরাং এ খামারে উত্পাদিত ফুল ভোক্তাদের মধ্যে সমাদৃত হয়েছে। নি:সন্দেহে দামও অপেক্ষাকৃত বেশী। ওয়াং চিও ছিয়াং এ প্রসঙ্গে বলেন,

সাধারণত আঙ্গুরের দাম এক কেজি আট ইউয়েন । এজেন্টরা আমার খামার থেকে এ সব আঙ্গুর কিনে আবার বাজারে এক কেজি ১০ ইয়েনে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীরা আবার এক কেজি ১২ ইউয়েন ভোক্তাদের কাছে বিক্রি করে। একই আঙ্গুর ভিন্ন জায়গায় ভিন্ন দামে বিক্রি হয়। ভোক্তারা আমার খামার ফলমূল নিজেদের হাতে তুলে কিনে নিয়ে যান।

ওয়াং চিও ছিয়াং বলেন, নিজের প্রচেষ্টা ছাড়া ও স্থানীয় সরকারের সমথর্ন তার খামারের দ্রুত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই খামার প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার উপযোগী জায়গা খুঁজেছে। তা ছাড়া , স্থানীয় সরকার তার জন্য সুবিধাজনক নীতিও প্রণয়ন করেছে। তহবিল সংগ্রহ করা ও পরিকল্পনা প্রচারের ক্ষেত্রে স্থানীয় সরকার অনেক সহযোগিতা করেছে। এ প্রসঙ্গে ওয়াং চিও ছিয়াং বলেন,

স্থানীয় সরকারের সমথর্ন সব সময় নিশ্চিত থাকে। সে কারণে আমাদের ব্যবসা ভালভাবে চলছে। অবশ্যই এর পাশাপাশি আমরা অনেক সুবিধাজনক নীতিও পেয়েছি। এই শহর একটি শিল্প শহর। যদি একটি ভাল প্রকল্প থাকে তাহলে স্থানীয় সরকার বিভিন্ন দিক থেকে সমথর্ন করে।

জানা গেছে, খুয়েনসেনে এই দূষণমুক্ত নিনোদন খামারের মতো তাইওয়ানের ব্যবসায়ীদের অথার্য়ানে শিল্প প্রতিষ্ঠানগুলো স্থানীয় সরকারের বিভিন্ন সুবিধাজনক নীতির সূফল গ্রহণ করতে পারে। এ প্রসঙ্গে খুয়োনসেন শহরের কৃষি ও বন ব্যরোর উপ পরিচালক উ হুয়ে মিন ব্যাখ্যা করে বলেন,

যে সব খামারের আয়তন ৬ হেক্টরের উপর তার জন্য হেক্টর প্রতি ২ শ ইউয়েন ভতূর্কি দেয়া হয়। উপরোল্লেখিত দূষণমুক্ত বিনোদন খামারের অবকাঠামো খুব ভাল। এই খামার প্রতিষ্ঠায় স্থানীয় সরকার ৩২ লাখ ইউয়েন রেন মিন পি বরাদ্দ করেছে। প্রকৃতপক্ষে তার খামারের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা উল্লেখযোগ্য।

বতর্মানে খুয়েনসেন দূষণমুক্ত বিনোদন খামার কৃষি প্রযুক্তির উন্নয়নের দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। এখন এই খামার তাইওয়ান প্রণালীর দু'পারের মধ্যে কৃষির সহযোগিতা বিনিময়ের প্ল্যাটফর্মের ভূমিকা পালন করছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040