বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, কর্মসংস্থান বাড়ানোর জন্য বিভিন্ন বিভাগ যুবকযুবতীদের ব্যাপক প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণের বিষয়বস্তু অনুযায়ী নৈপূণ্য উন্নয়ন ও যুবকযুবতীদের কর্মজীবনের সাফল্য অর্জনের জন্য ঋণ দেয়াসহ ১৮টি প্রকল্প অন্তর্ভূক্ত হয়েছে। চলতি বছর প্রশিক্ষণ প্রাপ্ত লোকসংখ্যা ৪২ হাজার থেকে ৪৯ হাজার উন্নিত হবে বলে অনুমান করা হচ্ছে। হাসিনা আরো বলেছেন, কুয়েত, সৌদী আরব, ওমান, কাতার, মালয়েশিয়া, রোমানিয়া, উজবেকিস্তান ও আজারবাইজানসহ অনেক দেশ বাংলাদেশের শ্রম শক্তি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে।