জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ থেকে চীন সফর করবেন। দু'দেশের সড়ক সংযুক্তি করা হবে এবার নেতৃবৃন্দের বৈঠকের প্রধান বিষয়বস্তু। বাংলাদেশের পরিবহন মন্ত্রী বলেছেন, চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের ওপর বাংলাদেশ খুবই গুরুত্ব দেয়। এ রেলপথ নির্মাণের পর মিয়ানমারের মাধ্যমে চীনের খুন মিং শহরের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। তাছাড়া, বাংলাদেশ মৈত্রী সেতু, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে খুন মিং পর্যন্ত সড়ক এবং গভীর সমুদ্র বন্দর প্রকল্প সম্পর্কে চীনের তিন বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পেতে চায়। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রীও বলেছেন, গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্পে চীনের অর্থ ও প্রযুক্তি সংক্রান্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি। তিনি আশা করেন, চীন সক্রিয় প্রতিক্রিয়া জানাবে।