|
প্রতি বছর চীনের সংসদের দুই অধিবেশন অনুষ্ঠানের সময় গণ কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ কমিটির সংখ্যালঘু জাতির প্রতিনিধিগণ তাদের ঐতিহ্যিক পোষাক পড়ে আসেন। এটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ, তারা কেবল জাতীয় বৈশিষ্ট্য প্রদর্শন করেছেন তাই নয়, বরং সংখ্যালঘু জাতির জনগণের পরিস্থিতি প্রতিফলনের প্রস্তাব ও এর মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবার চীনের রাজনৈতিক পরামর্শ পরিষদের বার্ষিক সম্মেলনে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে আসা সংখ্যালঘু জাতির প্রতিনিধিগণ সিনচিয়াংয়ের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রস্তাব তুলে ধরেছেন। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা বলবো।
পয়লা মার্চ সিনচিয়াং থেকে আসা রাজনৈতিক পরামর্শ পরিষদের সদস্যরা পেইচিং মৈত্রী হোটেলে পৌঁছান। তারা যার যার প্রস্তাবকে অবশেষে সুবিন্যস্ত করেছেন। এসব প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব ব্যাপক গুরুত্ব পেয়েছে। এটি হল দশজন সদস্যের যৌথভাবে উত্থাপিত 'সিনচিয়াংয়ের পশুপালকদের বসতিস্থাপন গড়ে তোলার প্রকল্প দ্রুততর করা।
চলতি বছরের শীতকালে সিনচিয়াংয়ের উত্তরাঞ্চলে গুরুতর তুষার ধস হয়েছে। এর ফলে সংখ্যালঘু জাতির বেশ কিছু পশুপালক গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুপালকদের বসতিস্থাপন গড়ে তোলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ প্রস্তাব যৌথভাবে উত্থাপিত প্রস্তাবের একজন সদস্য হলেন সিনচিয়াং পরিবেশ সুরক্ষা ব্যুরোর সাবেক উপপরিচালক এনুভার। তিনি হচ্ছেন হাসাকো জাতির প্রতিনিধি। তিনি বলেছেন,(১)
বসতিস্থাপন গড়ে তোলার উপকার খুব বেশি। এক দিকে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক তৃণভূমি টেকসই উন্নয়নের জন্য অনুকূল। অন্য দিকে শিশুদের শিক্ষা গ্রহণের জন্য তা কল্যাণকর। অন্যান্য দিক হল চিকিত্সা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্র সুরক্ষা করতে পারা। যাযাবর জাতির লোকের চাপও বেশি হ্রাস পেয়েছে।
এনুভার বলেছেন, বর্তমানে সিনচিয়াংয়ের পশুপালন অঞ্চলে আরো ৪০ শতাংশ পশুপালক যাযাবর হিসেবে বসবাস করছে। ২০০৯ সালে চীনের কেন্দ্রীয় সরকার পশুপালকদের বসতিস্থাপন গড়ে তোলার জন্য প্রথম দফার অর্থ বরাদ্দ দিয়েছে। এ অর্থের মোট পরিমাণ ২০ কোটি ইউয়ান। উত্সাহ দেয়ার বেশ কিছু নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি আরো বেশি পশুপালকদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করছে।
এসব প্রতিনিধি প্রস্তাব দিয়েছেন যে, পশুপালকদের বসতিস্থাপন গড়ে তোলার প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় আনুষঙ্গিক বুনিয়াদী ব্যবস্থা নির্মাণের কাজ শ্রমবহুল এবং অর্থ বরাদ্দের পরিমাণও বেশি। সিনচিয়াংয়ের বিভিন্ন পর্যায়ের সরকার ও পশুপালকদের দেশের আরো বেশি সহায়তা দরকার।
সিনচিয়াংয়ের ইনিং শহর থেকে আসা রুশ জাতির প্রতিনিধি লুনিওভ নিকোলাই ইভানোভিক হচ্ছেন বর্তমানে চীনের একমাত্র রুশ বিদ্যালয়ের উপাচার্য। একজন শিক্ষা ক্ষেত্রের কর্মী হিসেবে তার প্রস্তাব হল সিনচিয়াংয়ের সংখ্যালঘু জাতির শিক্ষা কর্মের আরো ভালো উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয় পদ্ধতি প্রয়োগ। তিনি বলেন,(২)
চীনে সংখ্যালঘু জাতির শিক্ষা ক্ষেত্রে আরো সংস্কার এবং সংখ্যালঘু জাতির শিক্ষাদানের মান আরো উন্নত করা দরকার। এ দিকে চীন সরকারের পরিকল্পনা রয়েছে। তাছাড়া, সংখ্যালঘু জাতি ও হান জাতির ছাত্র-ছাত্রীদের একই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরো সহায়তা প্রয়োজন।
জানা গেছে, আগে সিনচিয়াংয়ের হান জাতির ছাত্র-ছাত্রী ও সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রী পৃথক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতো। সংখ্যালঘু জাতির বহু ছাত্র-ছাত্রী শুধু জাতীয় ভাষা বলতে পারে, তবে চীনা ভাষা বলতে পারে না। সংখ্যালঘু জাতির শিক্ষকের সংখ্যা কম। এটি সংখ্যালঘু জাতির শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সুতরাং ২০০৪ সাল থেকে সিনচিয়াংয়ে হান জাতি ও সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রী একই বিদ্যালয়ে শিক্ষাদানের নীতি ধাপে ধাপে জনপ্রিয় করে তুলেছে।
নিকোলাই বলেন, হান জাতি ও সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রীরা একই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের নীতি সংখ্যালঘু জাতির শিক্ষার মানকে ফলপ্রসূভাবে উন্নত করেছে। চলতি বছর তার প্রস্তাবে হান জাতি ও সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রীদের একই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের নীতি বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের সংখ্যা আরো বাড়ানোর কথা প্রকাশ করা হয়েছে।
পশুপালকদের স্থায়ীভাবে বসবাস এবং সংখ্যালঘু জাতির শিক্ষাদানের মান উন্নত করা ছাড়া, সিনচিয়াংয়ের ঐতিহ্যিক সংস্কৃতি সুরক্ষার বিষয়টিও জোরদার করাও প্রতিনিধিদের গুরুত্ব দেয়ার একটি বিষয়বস্তু।
রাজনৈতিক পরিষদের সদস্য, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইসলাম ধর্মীয় পরিষদের সদস্য বাকরি মামুদ সিনচিয়াংয়ের ঐতিহ্যিক সংস্কৃতি সুরক্ষার কাজে খুবই গুরুত্ব দেন। গত বছর তিনি জাতীয় রাজনৈতিক পরিষদের বার্ষিক সম্মেলনে সিনচিয়াংয়ের কানয়ার কুয়া প্রধান সুরক্ষার প্রস্তাব দিয়েছেন। কানয়ার কুয়া হচ্ছে একটি বিশেষ কুয়া। এটি প্রাচীন শ্রমের জ্ঞানের ফল। বর্তমানে কানয়ার কুয়া বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। নিজের প্রস্তাব সরকারের গুরুত্ব পেয়েছে। বাকরি মামুদ তা খুব খুশি।
চীনের সংসদের দুই অধিবেশন শেষে চীন সরকার সিনচিয়াংয়ের অর্থনৈতিক উন্নয়নের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান আসকাত কেরিমবাই বলেছেন, নতুন বছরে সিনচিয়াংয়ের উন্নয়ন আরো দ্রুত ও ভালো হবে। তিনি বলেন,(৩)
বর্তমানে সিনচিয়াংয়ের উন্নয়নের পরিস্থিতি খুব ভালো। সিনচিয়াংয়ের দ্রুত উন্নয়নের সুযোগ রয়েছে। কারণ সিনচিয়াংয়ের জ্বালানি সম্পদ অনেক বেশি। তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লাসহ বিভিন্ন খাতে প্রাধান্য রয়েছে বড় বড়। বহু শিল্পপ্রতিষ্ঠান সিনচিয়াংয়ে প্রবেশ করেছে। ভবিষ্যতে সিনচিয়াংয়ের আরো উন্নতি হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |