|
লিয়েনউ এমন এক ধরনের ফুল যা বছরের ৩৬৫ দিনই ফোটে ও ফুল দেয়। ওয়াং ই ফেন তাইওয়ান প্রদেশের বিনডং এলাকার লোক। তার বয়স ৪৬। তিনি আগে তাইওয়ানে কীটনাশক ঔষধ ও রাসায়নিক সারসহ নানা ধরনের কৃষি উত্পাদন সামগ্রীর বিক্রির কাজে নিয়োজিত ছিলেন। ১৯৯৯ সালে যখন তিনি চীনের মূলভূভাগে পরিদর্শন করতে আসলেন তখন তিনি প্রত্যাশিতভাবে টের পেয়েছিলেন, লিয়েনউ চাষের জন্য হাইনান প্রদেশের আবহাওয়া অত্যন্ত উপযোগী। পরে সেখানে এই ফুল পরীক্ষামূলকভাবে চাষের জন্য জন্য হোফেন কৃষি লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
প্রথম দিকে এখানকার অবস্থা আমার খুব একটা জানা ছিল না। সুতরাং প্রথমে আমি অন্যান্য ফুল চাষ করেছি। এর পাশিপাশি তাওয়ান থেকে লিয়েনউ ফুলের বীজ এনেছি। ২০০০ সালে পরীক্ষামূলকভাবে আমি কয়েক শো লিয়েনউ গাছ লাগিয়েছি। পরে দেখা গেছে, এখানকার উত্পাদিত লিয়েনউয়ের গুণগতমান প্রায় তাইওয়ানের মতো। তখন আমি মনে মনে ভাবছিলাম, চীনের মূলভূভাগে এই ফুলের বাজার বিরাট আছে। তাই আমি এখানে লাইয়েউ ফুল উত্পাদনের সিদ্ধান্ত নিয়েছি।
এক বছর পর ২০০১ সালে হাইনানের সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ ও তাইওয়ানের ব্যবসায়ীদের প্রতি হাইনান প্রদেশের ব্যাপক সমর্থনের পরিপ্রেক্ষিতে ওয়াং ই ফন তার সহযোগী খুঁজতে শুরু করেন। সঙ্গে সঙ্গে হাইনানের চিনডেফন কৃষি উন্নয়ন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মাত্র ৮ বছরেই এই কোম্পানি প্রায় ৮৭ হেক্টর জমি ও ৩০ হাজার ফুল গাছের অধিকারী হয়ে দাঁড়ায়
আট বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করতে গিয়ে ওয়াং ই তার ফন মুগ্ধ হওয়ার দিকটিই তুলে ধরেছেন।। যখন এই ধরনের ফুল চীনের মূল ভূভাগে আর্বিভূত হয় তখন ততটা জনপ্রিয় ছিল না। কারন অনেক লোক এর আগে এ ধরনের ফুন দেখেননি। ওয়াং ই ফর আবেগের সঙ্গে বললেন,
২০০৩ সালের ডিসেম্বর থেকে বাজারে এই ফুলের বিক্রি শুরু হয়। কিন্তু প্রথমে চীনের মূল ভূভাগের অনেক বাজারে এই ফুল খুব একটা বিক্রি হয়নি। যার ফলে ব্যাপক পরিমাণের ফুল বাজারে পচে যায়। এই অবস্থা প্রায় এক বছর ধরে চলেছিল।
বাজারের প্রতিকুল পরিস্থিতি ছাড়া এই ক্ষেত্রের সবচেয়ে বড় ঝুঁকি হল প্রাকৃতিক দুর্যোগ। যদি তাপমাত্র মাইনাস ৮ ডিগ্রির নীচে থাকে তাহলে ফুল গাছ থেকে পড়ে যায়। ২০০৫ সালে হাইনান প্রদেশ প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের শিকার হল। চিনডেফন কৃষি উন্নয়ন লিমিটেড কোম্পানির ফুল উদ্যানে অর্ধেক ফুল গাছে ফুল ছিল না। ২০০৮ সালের প্রথম দিকে দক্ষিণ চীনের অনেক জায়গায় ভয়ংকর তুষার দুর্যোগ ঘটেছিল। এ লিমিটেড কোম্পানির ফুলের উদ্যান তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে প্রায় ৪০ দিন এই ফুল দেখা যায়নি।
এ সব অসুবিধে কাটিয়ে উঠা নিজের দৃঢ় আস্থা ছাড়া ও, স্থানীয় সরকারের সাহায্যও খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যখন তিনি অসুবিধের সম্মুখীন হন তখন তিনি স্থানীয় তাইওয়ান বিষয়ক অফিসে সাহায্য বাইতে যান। হাইনান প্রদেশের তাইওয়ান বিষয়ক অফিসের অর্থনৈতিক বিভাগের পরিচালক ভেন জেন শিয়াং বলেছেন, হাইনান প্রদেশ সরকার তাইওয়ানের শিল্প প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ সব শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুযোগ-সুবিধা দেয়ার জন্য হাইনান প্রদেশ সরকার অনেক প্রচেষ্টা চালিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন
হাইনানে তাইওয়ানের ব্যবসায়ীদের অথার্য়নে শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে সবচেয়ে সুবিধাজনক নীতি হল কৃষি কর মওকুফ থাকা। এ ক্ষেত্রে মওকুফ করা হলে তাইওয়ানের ব্যবসায়ীদের বোঝা অনেক কমে যায়। এ সব শিল্প প্রতিষ্ঠানের বিনিযোগের পরিবেশ উন্নত করার জন্য হাইনান প্রদেশ সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তা ছাড়া, হাইনান প্রদেশ সরকার বেশ কয়েকটি কার্যকর কর্মসূচীও প্রণয়ন করেছে।
বতর্মানে চিনডেফন লিমিটিট কোম্পানির উত্পাদিত লিয়েনউ ফুল চীনের মূল ভূভাগের বাজারে সমাদৃত হয়েছে। কেবল হাইনান প্রদেশের বাজারে ৮০ শতাংশ লিয়েনউ এই লিমিটেড কোম্পানির উত্পাদন কেন্দ্র থেকে আনা হয়। বতর্মানে তাইওয়ান থেকে অনেক কৃষক হাইনান প্রদেশে তাদের ব্যবসার সুযোগ খুজতে এসেছেন।
হাইনান প্রদেশে তাইওয়ানের ব্যবসায়ীতের অর্থায়নে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করে হাইনান প্রদেশের তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক ওয়েন জে শিয়ং বলেন, (রেকডিং ৪)
তিনটি কারন আছে। প্রথমত: হাইনানের প্রাকৃতিক অবস্থা প্রায় তাইওয়ানের মত। দ্বিতীয়ত: এখানে বিরাট বাজার আছে। এ বিশাল বাজার শিল্প প্রতিষ্ঠানের জন্য উন্নয়নের অবকাশ দিয়েছে। তৃতীয়ত: তাইওয়ানের কৃষি নিজস্ব দ্বন্দ্বের সম্মুখীন। শ্রম শক্তি ও জমির মূল্য খুব বেশী বলে এখন তাইওয়ানে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের অবকাশ সঙ্কচিত হয়ে পড়েছে।
পরিসংখ্যাণ অনুযায়ী, বতর্মানে হাইনান প্রদেশে তাইওয়ানের ব্যবসায়ীদের অর্থায়নে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৪শোটিও বেশী । তাইওয়ান থেকে আনা আধুনিক কৃষি প্রযুক্তি ও উত্কৃষ্ট বীজ হাইনান প্রদেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |