|
বন্ধুরা, উশি শহর চিয়াংসু প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। থাইহু হ্রদ রয়েছে এ শহরের উত্তর দিকে। উশি শহর যেমন চীনা জাতির শিল্প ও বাণিজ্যের উত্সস্হল, তেমনি চীনের গ্রামাঞ্চলীয় শিল্পের ক্ষেত্রেও তার রয়েছে অগ্রণী ভূমিকা। সংস্কার ও উন্মুক্তকরণের পর গত ৩০ বছরে উশি শহরের শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। বিশেষ করে বলা যায় বস্ত্রবয়ন এবং যন্ত্রপাতির আধুনিক মানের উপযোগী উত্পাদনের ফলে ঐতিহ্যবাহী নির্মান শিল্পের ভিত্তি আরও শক্তিশালী হয়ে উঠেছে। অথর্নৈতিক প্রবৃদ্ধির পদ্ধতির প্রয়োগ তরান্বিত করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে উশি শহর কর্তৃপক্ষ ব্যাপকভাবে দুষণমুক্ত অথর্নীতি ও নবোদিত উত্পাদন শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে। তা ছাড়া সফটঅয়্যার ও পরিসেবা শিল্পের দিকেও বিশেষ মনোযোগ দিয়েছে। ২০০৭ সালে প্রথম তথ্য প্রযুক্তি কোম্পানি উশি শহরে প্রতিষ্ঠিত হয়। এ কোম্পানির প্রধান ব্যবসা হল পরিসেবা প্রদান। ২০০৯ সালে অথার্ত কোম্পানিটি প্রতিষ্ঠিত হওয়ার দু'বছর পর , তার উত্পাদনের মোটমূল্য ৬ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। যা ২০০৮ সালের তুলনায় শতকরা একশো ভাগ বেশী। এ কোম্পানির উপ মহাপরিচালক লিন চিয়েন উশি শহরে এই কোম্পানি প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করে সংবাদদাতাকে বলেন,
(রেকডিং ১)
ইয়াংসি নদীর বদ্বীপের চার পাশে আমাদের অন্যান্য বিকল্পও কর্মসূচীও ছিল। কিন্তু অবশেষে আমরা উশি শহরটিকেই বাছাই করেছি। এর কারণ হল, স্থানীয় সরকারের সুষ্ঠ নীতি এবং তারা পরিসেবার ওপর গুরুত্ব দেয়। উশি শহরে আমাদের কোম্পানি প্রতিষ্ঠার খবর শুনে এ শহরের স্থানীয় সরকার আমাদের মতামত গ্রহণরে চেষ্টা করেছে। আমাদের ব্যবসা চালানোর জন্য স্থানীয় সরকার নানা ধরনের সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে। আমরা বুঝতে পেয়েছি উশি শহরে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা করা একটি সঠিক সিদ্ধান্ত ছিল ।
তাহলে এই কোম্পানি কী কী সুবিধাজনক নীতি উপভোগ করেছে? এ প্রসঙ্গে উশি শহরের উপ মেয়র ফান উয়ে বলেছেন, স্থানীয় সরকার শিল্প প্রতিষ্ঠান বাছাই করার সময় তার বাজারের ভবিষ্যত ও রফতানির সামর্থ্য বিশেষভাবে বিবেচনা করেছে । সুতরাং, যদিও কোন কোন শিল্প প্রতিষ্ঠানের আকার বেশ বড় নয় তারপরও এ সব শিল্প প্রতিষ্ঠান স্থানীয় সরকারের আর্থিক সহায়তা অর্জন করেছে। এ সব শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের আবকাশও সম্প্রসারিত হয়েছে। এ প্রসঙ্গে ফান উয়ে বলেন,
(রেকডিং ২)
এ সব শিল্প প্রতিষ্ঠান তাদের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার পর আমরা তাদেরকে সাহায্য করি, কেবল তা নয়। আমরা এ সব শিল্প প্রতিষ্ঠানে আর্থিক বরাদ্দকে এক ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে মনে করি। আমার মনে হয়, যদি এ সব শিল্প প্রতিষ্ঠানের সমন্বিতভাবে উত্পাদিত পণ্যদ্রব্য বাজারে সরবরাহ করা হলে স্থানীয় সরকারকে অবশ্যই তাদের সহায়তা করতে হবে।
ভাল নীতি ছাড়া, উশি শহরের নবোদিত উত্পাদন শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য নানা ধরনের উন্নয়নমূলক প্ল্যাটর্ফম স্থাপন করেছে। উশি শহরের বাণিজ্য ব্যুরোর পরিচালক নি বিন বলেন, জামির সম্পদ সীমিত থাকার কারণে এ সব শিল্প প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সুবিধাজনক নীতি প্রণয়ন করা হয়েছে। ২০০৮ সাল পযর্ন্ত বাণিজ্য উদ্যান নির্মানে মোট ৫০০ কোটি রেন মিন পি ব্যয় করা হয়েছে। তিনি বলেন,
(রেকডিং ৩)
এখানে আমরা অনেক হাইটেক শিল্প উদ্যান প্রতিষ্ঠা করেছি। যেমন, পরিবেশ সংরক্ষণ উদ্যান, জীবানু ওষুধ উদ্যান , নবায়নযোগ্য সামগ্রীর উদ্যানসহ আরো অনেক। এ সব উদ্যানে সম্পূর্ণ গণ পরিসেবার প্ল্যাটর্ফম রয়েছে। এ সব উদ্যানের শিল্প প্রতিষ্ঠান শ্রেষ্ঠ পরিসেবা পাওয়ার যোগ্য।
দক্ষ শ্রম শক্তিই হচ্ছে নবোদিত শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তি। গত কয়েক বছর ধরে উশি শহর কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রেষ্ঠ দক্ষ শ্রম শক্তি আমদানি করেছে । তা ছাড়া নানা ধরনের উত্সাহ ব্যন্জক পদক্ষেপও নেয়া হয়েছে। প্রতি বছর এ সব শিল্প প্রতিষ্ঠানে কমরর্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে কোম্পানির সহকারী উপ মহাপরিচালক লিন চিয়েন বলেন, (রেকডিং ৪)
সমাজ থেকে দক্ষ শ্রম শক্তি আনা ছাড়াও যুক্তরাষ্ট্রের কারনেগি বিশ্ববিদ্যালয় ও উশি শহর এবং তথ্য প্রযুক্তি কোম্পানির যৌথ উদ্যোগে চীনের প্রথম উচ্চ পর্যায়ের দক্ষ শ্রম শক্তি প্রশিক্ষণ সংস্থা স্থাপন করা হয়েছে। ২০০৯ সালে চীনের পূর্বাঞ্চল থেকে নিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের এক হাজার দু'শো ছাত্রছাত্রী প্রশিক্ষণ নেয়ার পর শতকরা ৬০ থেকে ৭০ জন সফলভাবে আমাদের কোম্পানিতে চাকরি পেয়েছেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |