Web bengali.cri.cn   
চীনের লোতা ইন্টার্নন্যাশনাল কো: লি: ভিয়েতনামে পুঁজি বিনিয়োগ করে চলছে
  2010-03-04 20:04:17  cri
চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল পয়লা জানুয়ারি সার্বিকভাবে তার কাজ শুরু করেছে । ১.৯ বিলিয়ন লোক অধ্যুষিত এ অঞ্চলে চীন ও আসিয়ানের ৯০ শতাংশেরও বেশি পণ্যদ্রব্যের শূণ্য শুল্ক বাস্তবায়িত হবে । দু'পক্ষের পণ্য , সেবা ও পুঁজি বিনিয়োগের বাণিজ্য আরো সুবিধাজনক হয়ে উঠবে । বর্তমানে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান অবাধ বাণিজ্য অঞ্চলের সুযোগ-সুবিধার নীতি ভোগ করছে।

ফুচিয়ান প্রদেশের চিয়ামেন শহরের চিমেই শিল্প এলাকার সিনলিন সড়কের ৬১তম অঞ্চলে একটি সুন্দর শিল্প এলাকা গড়ে উঠেছে । এর নাম হল সিয়ামেনের লোতা শিল্প এলাকা।

বিশ বছর আগে এটি তাইওয়ানের ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োজিত একটি সাধারণ বাণিজ্য কোম্পানি ছিল। বর্তমানে ‌এ কোম্পানি এশিয়ার বৃহত্তম শৌচাগার ও প্রসাধনী কক্ষের হার্ডওয়্যার উত্পাদনের পেশাগত শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লোতা শিল্পপ্রতিষ্ঠানটির ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবারের সাজ-সজ্জার বাজারে নানা ধরণের উচ্চ মানের জল কলের বার্ষিক বিক্রি সংখ্যা প্রায় দু'কোটি। এটি একটি বিস্ময়কর ঘটনার সৃষ্টি করেছে। এর পাশাপাশি এ শিল্পপ্রতিষ্ঠান একটানা বারো বছর ধরে'ফুচিয়ান প্রদেশের চিয়ামেন শহরের আমদানি ও রপ্তানি ক্ষেত্রের সেরা ১০০ শিল্পপ্রতিষ্ঠান'-এর সুনাম পেয়েছে।

চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সার্বিকভাবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে লোতা শিল্পপ্রতিষ্ঠান ভিয়েতনামের হো চিন মিন শহরে পুঁজি বিনিয়োগ করে নির্মাণ সামগ্রী'র একটি প্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠান চালু করেছে। লোতা শিল্প লিমিডেট কোম্পানির চেয়ারম্যান গ্রেস ছেন বলেছেন,

আমরা ভিয়েতনামে একটি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করেছি । এ শিল্পপ্রতিষ্ঠানের আয়তন এক লাখ বর্গমিটার। বর্তমানে এ শিল্পপ্রতিষ্ঠানের প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্প চালু হওয়ার পর প্রথম পর্যায়ের আয় দশ লাখেরও বেশি মার্কিন ডলার হবে বলে অনুমান করা হচ্ছে।

আন্তর্জাতিক আর্থিক সংকট নির্মাণ সামগ্রীর বাজারের ওপর অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা হ্রাসের কারণে লোতা গ্রুপ প্রধান কৌশলগত দিকটি সুবিন্যস্ত করেছে। এটি হল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারকে সমান গুরুত্ব দেয়ার পাশা পাশি অভ্যন্তরীণ বাজারও সম্প্রসারণ করেছে। ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর লোতা গ্রুপ বিশ্বের বিখ্যাত পেশাগত শৌচাগার ও প্রসাধনী প্রস্তুত ক্ষেত্রের বহুজাতিক কোম্পানি এইচসিজি'র সঙ্গে কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে। তাদের যৌথ পুঁজি বিনিয়োগে ইওতা চীনা কোম্পানি গড়ে তুলেছে। এ কোম্পানি চীনের প্রসাধনী সামগ্রীর বাজার পরিচালনা করছে। তবুও চীন-আসিয়ান অর্থনীতি একীকরণের প্রক্রিয়া দ্রুততর হওয়া এবং চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সার্বিকভাবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে লোতা গ্রুপ কেবল অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করছে তাই নয়, বরং আসিয়ানের বাজারেও প্রবেশের ওপর গুরুত্ব দেয়া শুরু করেছে। ভিয়েতনামের হো চিন মিন শহরের রপ্তানি ও প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত লোতা গ্রুপের নতুন শিল্পপ্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও বিদেশের উন্নয়ন একসঙ্গে পরিচালনার পদ্ধতি ব্যবহার করেছে। গ্রেস ছেন বলেছেন,

ভবিষ্যতে এশিয়া একটি বড় বাজার হবে। আমাদের কর্মসূচীর লক্ষ্য হল রপ্তানি বাণিজ্য সুরক্ষা করা এবং ঝুঁকি বিকেন্দ্রীকরণ করা।

কেন লোতা গ্রুপ ভিয়েতনামে বিদেশের প্রথম উত্পাদন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি বাছাই করেছে ? এ প্রসঙ্গে গ্রেস ছেন বলেছেন,

(৩)

আগে আমরা বেশি দেশ পর্যবেক্ষণ করেছি। পণ্য স্থানান্তরের বিষয়টিও আমরা বিবেচনা করে দেখেছি যে, ভিয়েতনাম চীনের ইয়ুন নান প্রদেশের কাছাকাছি, ভবিষ্যতে চীনের রেলপথ যোগাযোগের জন্য খুব সুবিধাজনক হবে।

সুবিধাজনক পরিবহন হচ্ছে লোতা গ্রুপের ভিয়েতনামকে বাছাই করার অন্যতম কারণ। চীন ও আসিয়ান যুক্ত করার প্যান এশিয়া রেলপথ নির্মাণের পর ভিয়েতনামের পণ্য আসিয়ানের সদস্য দেশগুলো ও এশিয়ার অন্যান্য দেশে সুষ্ঠুভাবে পাঠানো সম্ভব হবে। প্যান এশিয়া রেলপথের মাধ্যমে চীন ও আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পরিবহনের ব্যবধান কমে যাবে। ফলে এশিয়ায় বাজার সম্প্রসারণে লোতা গ্রুপের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

তাছাড়া, ভিয়েতনাম সরকার শিল্প এলাকার অর্থনৈতিক উন্নয়নে উত্সাহ দেয়ায় লোতা গ্রুপের ভিয়েতনামে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কারণ। এ পর্যন্ত ভিয়েতনামে ১৫০টিরও বেশি শিল্প এলাকা স্হাপিত হয়েছে। এসব এলাকার আয়তন ৩২ হাজার হেক্টর। ইতোমধ্যেই হো চিন মিন শহরের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা বিদেশিদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। এ এলাকায় ভিয়েতনামের ৫০ শতাংশ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে বহিরাগত পুঁজি আকর্ষণের হার ৫৮ শতাংশ। গ্রেস ছেন বলেছেন, (৪)

পর্যবেক্ষণ দল জরিপের মাধ্যমে জানিয়েছে যে, ভিয়েতনামের শিল্প এলাকার উন্নয়ন সবচেয়ে দ্রুত। সুতরাং আমরা ভিয়েতনামে একটি পরীক্ষা কেন্দ্র নির্মাণের কথা বিবেচনা করেছি। তাছাড়া, ভিয়েতনামে চীনের তাইওয়ান প্রদেশের বহু ব্যবসায়ীও রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের অর্থনীতি ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে। শিল্পের উন্নয়ন দ্রুততর হচ্ছে। এতে বেশ কিছু বহিরাগত পুঁজি আকর্ষণ করেছে। বিশেষ করে চীন-আসিয়ান সার্বিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চুক্তি সংক্রান্ত পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর ভিয়েতনাম সরকার বহিরাগত পুঁজি আকর্ষণ ও ব্যবহারের নীতি সুবিন্যস্ত করেছে। যাতে বিদেশী পুঁজি বিনিয়োগকারীরা সুবিধাজনক, নিরপেক্ষ ও ন্যায্য পুঁজি বিনিয়োগের পরিবেশ পেতে পারে । পুঁজি বিনিয়োগের প্রক্রিয়ায় কোন কোন সুবিধা পাওয়া প্রসঙ্গে গ্রেস ছেন বলেছেন,

শুরুতেই শুল্ক মওকুফ করা হয়েছে । এর পাশাপাশি ভিয়েতনামের বিনিময় হারও সস্তা।

চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল গঠনে সরকারের উদ্যোগ গ্রহণের পর চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সার্বিকভাবে গড়ে তোলায় দু'পক্ষের শিল্পপ্রতিষ্ঠানের যোগ দেয়া প্রয়োজন রয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040