বিআইএমএসটিইসি আগামী সপ্তাহে জ্বালানি সম্পদ কেন্দ্র গড়ে তোলা সম্পর্কিত স্বারকলিপি স্বাক্ষর করবে
জানা গেছে, বাংলাদেশের জ্বালানি সম্পদ ও বিদ্যুত মন্ত্রীর নেতৃত্বাধীন চারজন সদস্য নিয়ে গঠিত প্রতিনিধি দল ব্যাংককে অনুষ্ঠেয় বাংলাদেশ, ভারত,মিয়ানমার, শ্রীলংকা ও থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (বিআইএমএসটিইসি)'র জ্বালানি সম্পদ সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় অধিবেশনে যোগ দেবেন। অধিবেশনে সদস্য দেশগুলো আঞ্চলিক জ্বালানি সম্পদ কেন্দ্র গড়ে তোলার বিষয়ে সহযোগিতা স্বারকলিপিও স্বাক্ষর করবে। এ সংস্থা ১৯৯৭ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর মিয়ানমার এ সংস্থায় যোগ দিয়েছে। এ সংস্থার প্রধান লক্ষ্য হল আঞ্চলিক জ্বালানি সম্পদ সহযোগিতা জোরদার করা।