|
সকাল ৮টা ১০ মিনিটে ওয়াং সি শিং একটি খাবার দোকান থেকে ৬টি পাউরুটি কিনেছেন। ঠিক সে সময় তার সেলফোন রিং হল। এটা সকালে তার চতুর্থ টেলিফোন। আমাদের কোম্পানির বর্স ভিয়েতনাম থেকে রিং করেছেন। ওয়াং সি শিংয়ের বয়স পঞ্চশেরও বেশী। তিনি চীনা ও ভিয়েতনামী ভাষা ভালভাবে জানেন। তিনি ডংশিংয়ের উপর দিকের ভিয়েতনাম থেকে এসেছেন। তিনি হলেন এই ডংশিং স্প্রিংযুক্ত তুলাদন্ড সংযোজন কারখানার পরিচালক। তিনি বলেন,
৫ বছর আগে , আমাদের কোম্পানির চেয়ারম্যান চীনে পরিদশর্ন ও ভ্রমণ করতে আসেন। এক দিন তিনি দেখেন, সীমান্ত বাণিজ্য অঞ্চলের বাজারে চীনারা আমাদের কারখানার তৈরী স্প্রিংযু্ক্ত তুলাদন্ড ব্যবহার করছেন। চীনের ডংশিং ও ভিয়েতনামের মেনচিয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন , পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। এর পাশাপাশি চীনে বাজার সম্প্রসারণের জন্য তিনি ডংশিংয়ে কারখানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
২০০৬ সালে ডংশিং রেনহো স্প্রিংযুক্ত তুলাদন্ড সংযোজন কারখানা আনুষ্ঠানিকভাবে ডংশিং জেচিয়াং রোডের জেচিয়াং বাণিজ্য সড়কে প্রতিষ্ঠিত হয়। এটা ছিল কুয়াংসিতে ভিয়েতনামের অথায়নে প্রতিষ্ঠিত প্রথম কোন বিদেশী শিল্প প্রতিষ্ঠান। ডংশিং রেনহো স্প্রিংযুক্ত তুলাদন্ড সংযোজন কারখনার প্রধান ফটকে বাম দিকের কাঁচের তৈরী প্রদশর্নী জানালার ভিতরে এই কারখানার উত্পাদিত নানা ধরনের স্প্রিংযুক্ত তলাদন্ড সাজানো হয়েছে। ডান দিকে পণ্য বিতরনের অঞ্চল যেখানে রয়েছে বাইরে পাঠানো বক্ম। ২০০ বর্গমিটারের সংযোজন ওয়াকর্শপের শ্রমিকরা একই ধরনের ইউনিফর্ম পরে এক মনে কাজ করছেন।
ওয়াং সি শিন প্রাণবন্তভাবে বলেছেন, ডংশিংয়ে ভিয়েতনামের রেনহো কারখানার বিনিয়োগকে একটি পরীক্ষামূলক অভিযান হিসেবে গণ্য করা হয়। কারণ ডংশিংয়ের এই শাখা কারখানার আকার বেশ বড় নয়, কমীর্র সংখ্যা মাত্র ৪০ জনের মতো। কারখানার সমস্ত যন্ত্রের অতিরিক্ত অংশগুলো ভিয়েতনাম থেকে আনা হয়। ডংশিং রেনহো স্প্রিংযুক্ত তুলাদন্ড কারখানার কাজ হল সংযোজন করা। এ কারখানা দিনে তিন শোটি তুলাদন্ড উত্পাদন করে। তবুও বাজারের চাহিদা পূরন করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি চীনের অন্যান্য শহরে ভিয়েতনামের রেনহো কোম্পানির শাখা কারখান প্রতিষ্ঠিত হয়েছে। বতর্মানে কুয়াংসি ও ইয়ুন্নানের সীমান্ত এলাকায় এই কারখানার তৈরী তুলাদন্ড খুব বিক্রি হয়। স্থানীয় জনসাধারণের মধ্যে এই তুলাদন্ড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
সবাই জানেন যে, চীন হচ্ছে তুলাদন্ড উত্পাদনকারী দেশ। তাহলে ভিয়েতনামের তৈরী তুলাদন্ড কীভাবে চীনের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে? এ প্রসঙ্গে ওয়াং সি শিং সাংবাদিককে বলেন, কয়েক বছর আগে, ভিয়েতনামের রেনহো স্প্রিংযুক্ত তুলাদন্ড কোম্পানি চীনের গুণগতমান , পর্যবেক্ষণ ও কোয়ানেন্টাইন অধি দফতরের পরিমাপ যন্ত্রের অনুমুতি অর্জন করেছে। তিনি বলেন,
চীনের তৈরী একই ধরনের তুলাদন্ডের তুলনায় ভিয়েতনামের রেনহো কোম্পানির তৈরী তুলাদন্ডের শিল্পকর্ম বেশ ভাল।
তার বর্ণনা প্রমান করার জন্য তিনি সংবাদদাতাকে কারখানার ভিতরে নিয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে প্রদর্শনী জালানার ভিতর থেকে একটি তুলাদন্ড বের করে সংবাদদাতার সামনে প্রদর্শন করেন। তিনি একটি খালি সিগারেটের বক্ম এই তুলাদন্ডের ওপর রেখে দেন। তুলাদন্ডের সূচী সামনে একটু নড়েছে। তিনি এর পর তুলাদন্ডের ওপর দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে তুলাদন্ডের সূচী এক রাউন্ডেরও বেশী ঘুরেছে। তার পর তিনি আবার খালি সিগরেটের বক্ম তুলাদন্ডের ওপর রেখে দিয়েছেন। তুলাদন্ডের সূচী আরেক বার সামনের দিকে একটু নড়েছে। তুলাদন্ডটি অক্ষত ছিল। এ থেকে বোঝা যায় এ তুলাদন্ডের গুণগতমান খুব ভাল। তিনি আবার বলেন, সাধারণ তুলাদন্ডের ওপর এ ধরনের খালি সিগরেট বক্স রেখে দিলে ওজনের প্রতিক্রিয়া এত স্পর্ষকাতর নয়। এত হালকা জিনিস ওপর রাখা হলে তুলাদন্ডের সূচীর সাড়া সহজেই দেখা যায় না। এ ধরনের তুলাদন্ড বড় জোর ১০ কিলোগ্রেম ওজন করতে পারে। আমার দেহের ওজন ৬০ কিলোগ্রেম। আমার দেহের ওজন পরিমাপের পর এই তুলাদন্ড অক্ষত রয়েছে। কিন্তু অন্য ধরনের তুলাদন্ড তো অসম্ভব। সুতরাং আমি গবের্র সঙ্গে বলতে পারি, রেনহো কোম্পানির তুলাদন্ডের গুণগতমান প্রথম শ্রেণীর।
জানা গেছে, ২০ বছর আগে রেনহো কোম্পানির স্প্রিং ইউরোপ থেকে আমদানি করা হত। বতর্মানে তারা পুরোপুরিভাবে এই প্রযুক্তি আয়ত্তে এনিয়েছে। রেনহো কোম্পানির স্প্রিংযুক্ত তুলাদন্ড পুরোপুরি ভিয়েতনামের তৈরী। মাইনাস ১০ থেকে মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায়ও এই ধরনের তুলাদন্ড ব্যবহার করা যায়। তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্প্রিং বিকৃত হবে না। ওযাং সি শিং এখন ডংশিংয়ে রেনহো কোম্পানির শাখা কারখানাকে " প্রশিক্ষণ কেন্দ্র" বলে মনে করেন। তার কথায়, তিনি এখন ডংশিং শিল্প উদ্যানের দিকে বেশী মনোযোগ দিয়েছেন। আগামী বছর এই কারখানার ৫ জন দক্ষ ভিয়েতনামী প্রযুক্তিবিদের সাহায্যে ৩০ জন চীনা শ্রমিক এই শিল্প উদ্যানের নতুন মেরুদন্ড হবেন।
উল্লেখ্য, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের গঠনকাজ দ্রুততর করা এবং ডংশিংয়ে বিদেশী অথার্য়ানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সঙ্গে সঙ্গে চীনের অভ্যন্তরীণ স্থলে ব্যবসা বাড়ানোর জন্য ২০০৮ সালে ভিয়েতনামের রেনহো কোম্পানি ডংশিংয়ের চিয়াংপিন শিল্প উদ্যান গড়ে তুলেছে। কারণ এই এলাকায় পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক ।
চিয়াংপিন শিল্প উদ্যান অঞ্চল ডংশিংয়ের পূবর্দিকে অবস্থিত। এই শিল্প উদ্যান অঞ্চলে রেনহো তুলাদন্ড কারখানার মেঝে আয়তন প্রায় ৭ হেক্টর । কারখানার ওয়ার্কশপ, অফিস ভবন এবং শ্রমিকদের ডমিট্রি নির্মানে ৬ কোটি রেন মিন পি বরাদ্দ করা হবে। এই কারখানার আকার প্রায় হু সি মিন শহরের মূল কারখানার সমান। এ প্রসঙ্গে ওয়াং সি শিং বলেন,আগামী বছর আমাদের এই নতুন কারখানার দুটো উত্পাদন লাইন চালু হবে। ২০১৪ সাল নাগাদ কারখানা উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। তখন ৮০০ থেকে ১ হাজার ৫০০ জন শ্রমিক কমর্সংস্থানের সুযোগ পাবেন। কারখানার উত্পাদন পুরোপুরিভাবে চালু হওয়ার পর বছরে ৯৯ লাখ তুলাদন্ড উত্পাদন করা সম্ভব হবে। এই শিল্প উদ্যানের স্থানীয় কতৃর্পক্ষ বিদেশী অথার্য়ানে শিল্প প্রতিষ্ঠানের জন্য অনেক সুযোগসুবিধা ও সাহায্য দিয়েছে। এখানে আমাদের জন্য অনেক কর প্রয়োজনে কমিয়ে দেওয়া হয়েছে অথবা মওকুফ করা হয়েছে।
ডংশিং শহরের সীমান্ত অথর্নীতি ও সহযোগিতা ব্যবস্থাপনা কমিশন সূত্রে গেছে, চিয়াংপিন শিল্প উদ্যান অঞ্চলে ভিয়েতনামের রেনহো কোম্পানির নতুন তুলাদন্ড কারখানা উদ্বোধনের সময় কুয়াংসি যুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই শিল্প উদ্যান অঞ্চল রেনহো কোম্পানির এই নতুন তুলাদন্ড কারখানার জন্য পানি ও বিদ্যুত সরবরাহসহ নানা ধরনের পরিসেবা দিতে পারে। ডংশিং শহরের সীমান্ত অথর্নীতি ও সহযোগিতা ব্যবস্থাপনা কমিশনের প্রকল্প কাযার্লয়ের পরিচালক প্যাং লেন ইয়াং ব্যাখ্যা করে বলেন, বতর্মানে নতুন কারখানার নির্মান গঠনকাজ পুরোদমে চলছে। সফল অভিজ্ঞতার মাধ্যমে তারা স্বদেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে এখানে বিনিয়োগে উত্সাহ দিতে চায়। এই শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পুরোপুরি আশাবাদী।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |