বাংলাদেশ চীনকে ধাপে ধাপে স্থলাভিসিক্ত করে সস্তা পোষাক রপ্তানির প্রধান দেশে পরিণত হবে
2010-02-10 19:59:32 cri
বাংলাদেশের তৈরী পোষাক উত্পাদন ও রপ্তানি সমিতির ভাইস চেয়ারম্যান সম্প্রতি '২০১০ সাল চট্টগ্রামের আন্তর্জাতিক পোষাক উত্সবে' সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশ চীনকে ধাপে ধাপে স্থলাভিসিক্ত করে সস্তা পোষাকের প্রধান রপ্তানি দেশে পরিণত হবে। তিনি বলেছেন, বাংলাদেশের বেশির ভাগ তৈরী পোষাক ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছে। তবে বর্তমানে বেশ কিছু জাপান ও অন্যান্য দেশেও রপ্তানি করছে। উন্নত দেশগুলো আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবে আরো সস্তা পোষাক কিনতে চায়। সুতরাং আন্তর্জাতিক আর্থিক সংকটে বাংলাদেশের তৈরী পোষাক রপ্তানির দিকটি ক্ষতিগ্রস্ত হয় নি।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা