বাংলাদেশ ভারতে ট্রানজিট পথ দেয়ার ব্যাপার বাংলাদেশে কড়া প্রতিক্রিয়া ঘটেছে
2010-02-10 19:58:50 cri
চলতি বছরের জানুয়ারী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন। সফরকালে বাংলাদেশ ভারতে ট্রানজিট দেয়ার ব্যাপারে একমত হয়েছে। এর ফলে ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে পণ্যদ্রব্য পাঠাবে। এর জন্য বাংলাদেশের বিভিন্ন মহল কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা তাকে সমর্থন দিয়েছেন। তারা মনে করেন, এ কর্মসূচী অঞ্চলের সহযোগিতা ও যোগাযোগ ত্বরান্বিত করার জন্য কল্যাণকর হবে। তবে কিছু পন্ডিত মনে করেন, ট্রানজিট দেয়ার বিষয়টি দেশের জন্য অনুকূল নয়।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা