Web bengali.cri.cn   
চীনে বিদেশী রাষ্ট্রদূতগণ চীনের শিল্পপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন
  2010-02-04 19:37:49  cri

বিদেশের জনগণকে চীনের পণ্যদ্রব্য সম্পর্কে আরো বেশি জানানোর জন্য সম্প্রতি চীনের জাতীয় গুণগত মান পরীক্ষা ব্যুরো চীনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মিসরসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছে। তাঁরা চিয়াংসু, সাংহাই ও জেচিয়াংসহ বিভিন্ন প্রদেশের পরীক্ষা ও কোয়ারানটাইন সংস্থা এবং খাদ্য, পোষাক-পরিচ্ছদ ও গাড়ি উত্পাদনসহ বিভিন্ন খাত বিষয়ক আটটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

চীনের বিখ্যাত গার্মেন্টস কারখানা---ইউংগোর গ্রুপ হচ্ছে এবার চীনে বিদেশের রাষ্ট্রদূতদের পরিদর্শন করা একটি গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে আন্তর্জাতিক আর্থিক সংকট বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউংগোর গ্রুপও এবারের আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ৫০ হাজার কর্মী থাকা বহুজাতিক কোম্পানি হিসেবে ইউংগোর নিজের প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব সাফল্যের সঙ্গে দূরীভূত করেছে। ২০০৯ সালে ইউংগোর পোষাক পরিচ্ছদ রপ্তানির পরিমাণ শুধু পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে। এর পাশাপাশি তার অভ্যন্তরীণ বিক্রির পরিমাণ ২০ শতাংশে উন্নিত হয়েছে।

ইউংগোর লিমিডেট কোম্পানির ভাইস চেয়ারম্যান লি রু কাং বলেছেন, (১)

সাধারণত ইউংগোর বিক্রির হার চীনে ৫০ শতাংশ ও বিদেশে ৫০ শতাংশ। যেমন আমরা বিশ লাখ স্যুট উত্পাদন করেছি। চীনে দশ লাখ স্যুট এবং বিদেশে দশ লাখ স্যুট বিক্রি করেছি। গত বছর আমাদের অভ্যন্তরীণ বিক্রির পরিমাণ ২০ শতাংশে উন্নিত হয়েছে এবং বিদেশে বিক্রির পরিমাণ পাঁচ শতাংশ কমে গেছে। ২০০৮ সালে আমাদের বিক্রি মূল্য ২১.৪ বিলিয়ন ইউয়ান। ২০০৯ সালে আমাদের বিক্রির পরিমাণ ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

মার্কা যুক্ত পোষাক হচ্ছে ইউংগোর গ্রুপের মৌলিক প্রকল্প। ১৯৭৯ সাল থেকে ইউংগোর গ্রুপ অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে কামিজ ও স্যুটসহ চীনের ছটি বিখ্যাত মার্কা সৃষ্টি করেছে। ইতোমধ্যই ইউংগোর স্যুট একটানা কয়েক বছরে বিভিন্ন দিক থেকে বাজারের শীর্ষ স্থানে বজায় রেখেছে। ইউংগোর লিমিডিট কোম্পানির ভাইস চেয়ারম্যান লি ইউয়ং কাং বলেছেন, আমাদের কোম্পানির এ শ্রেষ্ঠ সাফল্য অর্জনের কারণ হল পণ্যের মানের ওপর গুরুত্ব দেয়া। তিনি বলেছেন, (২)

আমরা পণ্যের গুণগত মান ও মার্কার ওপর বরাবরই গুরুত্ব দেই। গত শতাব্দীর আশির দশকে আমরা মার্কা সৃষ্টি করার কাজ শুরু করি। পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমাদের বিশেষ পরীক্ষা বিভাগ রয়েছে। আমাদের পরীক্ষার প্রোগ্রাম খুব কড়াকড়ি।

 

ইউংগোর গ্রুপ চীনের বস্ত্রজাত দ্রব্য, পোষাক ও জুতা রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থিত। এ গ্রুপের পণ্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হয়। চীনের পণ্যদ্রব্য বিদেশের বাজারে বিক্রির হার অব্যাহত উন্নয়নের পাশাপাশি চীনের পণ্যের প্রতি নানা ধরণের সীমা-নির্ধারণ ব্যবস্থার ফলে তার অব্যাহত অবনতি হচ্ছে। চীনের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান এসব ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের পণ্যের গুণগত মান প্রসঙ্গে চীনে স্পেনের বাণিজ্যিক কাউন্সিলার আলবার্টো আলনসো তিয়াজ আমাদের সংবাদদাতাকে বলেছেন, এবারের পরিদর্শনের মাধ্যমে তিনি মনে করেন, চীনের পণ্য ইউরোপীয় ইউনিয়নের মানদন্ড ও চাহিদা মেটাচ্ছে। স্পেন চীন থেকে পণ্য আমদানির কাজ চালিয়ে যাবে। তিনি বলেছেন, (৩)

স্পেন চীন থেকে বেশি বস্ত্রজাত দ্রব্য, পোষাক ও জুতা আমদানি করেছে। এটি সর্বজনবিদিত ব্যাপার। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনে উত্পাদিত জুতার প্রতি ডাম্পিং বিরোধী ব্যবস্থা কার্যকর করেছে। তবে স্পেন চীন থেকে জুতা আরো আমদানি করতে থাকবে। এবারের পরিদর্শনের মাধ্যমে আমি মনে করি, চীনের পণ্য ই'ইউ'র মানদন্ড ও চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ। আমিও গুণগত মান পরীক্ষা অধিদপ্তর ও বিভিন্ন প্রদেশের কোয়ারানটাইন ব্যুরোর রপ্তানি পণ্যের পরিচালনাকে দেখেছি।

সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার পণ্যের মান তত্ত্বাবধান ও পরিচালনা জোরদারের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। চীনের জাতীয় গুণগত মান পরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক ওয়ে ছুয়াং জোং বলেছেন, অর্থনৈতিক বিশ্বায়নের যুগে আজ চীন সরকার পণ্যের মান জোরদার করেছে। বিশেষ করে, রপ্তানিজাত পণ্যের মানের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানদন্ড ব্যবস্থা। এর ফলে পণ্যের মান ও খাদ্যের নিরাপত্তা স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। তিনি বলেছেন, (৪)

আমরা আমদানি ও রপ্তানিকৃত খাদ্যের নিরাপত্তা কড়াকড়ি সুরক্ষার ব্যবস্থা গড়ে তুলেছি এবং পণ্যের মান ও খাদ্যের নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা ব্যবস্থা ধাপে ধাপে স্বয়ংসম্পূর্ণ করেছি। বহু বছর ধরে চীনের রপ্তানির খাদ্য উত্কর্ষের হার শতকরা ৯৯ ভাগ বজায় রাখছে।

মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে চীনের পণ্য রপ্তানির একটি প্রধান গন্তব্যস্থান। চীনের খাদ্য শিল্পপ্রতিষ্ঠান এবং পরীক্ষা ও কোয়ারানটাইন বিভাগ পরিদর্শনের পর চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কৃষি কাউন্সিলার উইলিয়াম ওয়েস্টম্যান বলেছেন, চীনের পণ্যের গুণগত মান পরীক্ষা বিভাগ প্রভাবশালী , বিশ্বস্ত ও নির্ভরযোগ্য । মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরীক্ষা ও কোয়ারানটাইন বিষয়ক স্বীকৃতিপত্র পরস্পরের বিশ্বাস করা উচিত। তিনি আরো বলেছেন, (৫)

আমাদেরও প্রতিপক্ষের খাদ্য নিরাপত্তা স্বীকৃতিপত্র বিশ্বাস করা উচিত। যদিও আমাদের এ ক্ষেত্রে যৌথ বিবৃতি প্রকাশ করি না। তবে আমরা পরস্পর আস্থা থাকা দরকার। আমরা চীনের গুণগত মান পরীক্ষা অধিদপ্তর অর্পণের স্বীকৃতিপত্র বা চীনের অন্যান্য খাদ্য নিরাপত্তা সংস্থা অর্পণের স্বীকৃতিপত্র দেখলে এসব খাদ্যের নিরাপত্তা আমরা বিশ্বাস করবো।

চিয়াং সু প্রদেশের উসি 'ছোট রাজহংস লিমিডেট কোম্পানি'ও চীনে বিদেশের রাষ্ট্রদূতদের পরিদর্শন করা একটি শিল্পপ্রতিষ্ঠান। চীনের সবচেয়ে শ্রেষ্ঠ ও বড় ওয়াশিং মেশিন উত্পাদন ও রপ্তানির একটি কেন্দ্র হিসেবে ছোট রাজহংস লিমিডেট কোম্পানি চীনের স্বীকৃতি দেয়ার প্রযুক্তি কেন্দ্র ও পরীক্ষাগার রয়েছে। তাছাড়া, ওয়াশিং মেশিন ক্ষেত্রে এ কোম্পানি ৪৬০টি পেটেন্ট রয়েছে। চীনে দক্ষিণ আফ্রিকার দূতাবাসের কৃষি কাউন্সিলার মোন মাশাবা চীনের শিল্পপ্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রযুক্তির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পরিদর্শনের মাধ্যমে চীনের পণ্যের মান পূর্ণ আস্থা রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040