বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্য-নির্বাহী কমিটি সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে
2010-02-03 18:20:46 cri
বাংলাদেশের জাতীয় অর্থনীতি পরিষদের কার্য-নির্বাহী কমিটি সম্প্রতি সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসিএনইসি'র চেয়ারম্যান হিসেবে কার্য-নির্বাহী কমিটির সম্মেলনে সভাপতিত্ব করেছেন। এ সাতটি প্রকল্পে ব্যয় হবে ১৩.১৫ বিলিয়ন টাকা। এ সাতটি প্রকল্প হচ্ছে রায়পুরা থেকে নরসিংদি হয়ে নারায়নগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণ করা, চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি কারখানা নির্মাণ করা, ফৌজদারহাট থেকে সিজিপিওয়াই থেকে এসআরভি পর্যন্ত রেলপথ মেরামত করা, চট্টগ্রামের পাহাড়ী এলাকার ছটি সড়ক নির্মাণ করা, মত্স্য ও পশুপালন শিল্পের টিকা উত্পাদন ও প্রযুক্তি গবেষণা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের জলসেচ ব্যবস্থা প্রকল্প।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা