ভারতের বাণিজ্যিক প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে
2010-01-28 20:45:00 cri
বাংলাদেশে ভারতের বিশেষ কর্মকর্তা রাজিত মিট্টার সম্প্রতি বলেছেন, শিগগিরই ভারতের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তাদের উদ্দেশ্য হল বাংলাদেশে চীনা-মাটি,ওষুধ, লেদার(leather), হালকা শিল্পজাত দ্রব্য ও যন্ত্রপাতি এবং আইটি খাতে পুঁজি বিনিয়োগের ভবিষ্যত্ সম্ভাবনা পরামর্শ করা। বাংলাদেশের শিল্প মন্ত্রী দিলিপ বরুয়া বলেছেন, দু'পক্ষ শিগগিরই দ্বিপক্ষীয় শুল্ক ও বাণিজ্য বাধা বাতিল করবে। যাতে দু'পক্ষের আরো ঘনিষ্ঠ অর্থনৈতিক যোগাযোগ ত্বরান্বিত করা যায়।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা