আসিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি সম্পদ ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করবে
2010-01-27 20:59:09 cri
২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যার যার জ্বালানি সম্পদ খাতের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ দুটি দেশের পুঁজি বিনিয়োগকারী বাংলাদেশের বিদ্যুত ক্ষেত্রের সহযোগিতা করতে আগ্রহী। বর্তমানে দশটিরও বেশি পুঁজি বিনিয়োগ ব্যবসায়ী বাংলাদেশের সঙ্গে আরো সুনির্দিষ্ট আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশের জ্বালানি সম্পদ ক্ষেত্রে বর্তমানের জ্বালানি সম্পদ খাত উন্নয়নের জন্য ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা প্রয়োজন। বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মর্যাদায় উন্নত করা এবং বিদেশী ব্যবসায়ী বাংলাদেশে পুঁজি বিনিয়োগের দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশের জ্বালানি সম্পদ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করেছে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা