বাংলাদেশ সরকার প্রদক্ষিণরত ঢাকার দোতলা মহাসড়ক নির্মাণের জন্য চলতি বছরের জুন মাসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে। যাতে ঢাকা শহরের পরিবহনের উপচে পড়া ভিড়ের পরিস্থিতি স্বয়ংসম্পূর্ণ করা যায়। বাংলাদেশের পরিবহন মন্ত্রণালয়ের সেতু ব্যুরো মাউনসেল-একোম পরামর্শ কোম্পানি দরপত্র আহ্বানের জন্য প্রস্তুতিমূলক দলিল নির্ধারণ করেছে। এ কোম্পানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড যৌথ-মালিকানার কোম্পানি।
জানা গেছে, প্রদক্ষিণরত ঢাকার দোতলা মহাসড়কের দৈর্ঘ্য ৩২.১০ কিলোমিটার।