Wednesday Apr 23th   2025 
Web bengali.cri.cn   
;বন অঞ্চল হল উত্তর চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রতিবন্ধ এবং কাঠ উত্পাদনের কেন্দ্র
  2010-01-14 21:04:23  cri
     বন অঞ্চল হল উত্তর চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রতিবন্ধ এবং কাঠ উত্পাদনের কেন্দ্র। উন্নয়ন অভিযান শুরুতে উত্তর চীনে " প্রথমে উত্পাদন, তারপরে জীবনের" ধারণে বন অঞ্চলের অবকাঠামো নির্মানে যে বরাদ্দ দেয়া হয়েছে তা অত্যন্ত কম ছিল। তখন বন অঞ্চলের কর্মচারীদের থাকার ব্যবস্থা খুব খারাপ। ২০০৯ সালে চীনের রাষ্ট্রীয়াত্ত অঞ্চলগুলোতে আবাসিক এলাকার সংস্কার প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চীনের অন্যতম বৃহত্তম বন অঞ্চল---অন্তর্মঙ্গোলিয়ার ডাশিনআন লিন বন অঞ্চল আগামি তিন বছরের মধ্যে ১০ লাখ ৭০ হাজার বর্গমিটারের আবাসিক এলাকার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। যার ফলে বন অঞ্চলে বসবাসরত হাজার হাজার কর্মচারীর আবাসিক সমস্যার সমাধান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদের দাশিনআন লিন বন অঞ্চলে বেড়াতে নিয়ে যাবো। সাখানে আপনারা সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন।

     ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর অন্তর্মঙ্গোলিয়ার দাশিনআন লিন ম্যানগুয়ে বন শিল্প ব্যুরোর ব্যবস্থাপনা বিভাগের শ্রমিক মা রি ও লি মের বিয়ে অনুষ্ঠান তাদের নতুন বাসায় অনুষ্ঠিত হয়। বিয়ের আগে মা রি তার জন্য বাবা-মার রেখে দেওয়া কাঠের তৈরী একটি পুরানো ঘরে থাকতেন। থাকা অবস্থা অত্যন্ত খারাপ। সুতরাং মেরামতি নতুন ঘরে উঠে তিনি আবেগ সামলাতে পারেন না। তিনি আবেগের সঙ্গে বলেছেন,

 " আমি অত্যন্ত আবেগাপ্লুত। আমি যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায়। আমার ভাগ্য খুব ভাল। নতুন ঘরে উঠার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ।আমাদের দেশের ভাল নীতির কারনে আমারা সাধারণ মানুষের জীবন উন্নত হয়েছে এবং আমাদের কল্যাণ হয়েছে। আমাদের ওপর যারা মনোযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

      মা রি ও তার স্ত্রী কেবল মাত্র নতুন বাসায় উঠানোর সুযোগ পাওয়া পাচ শোটি পরিবারের মধ্যে অন্যতম একটি পরিবার। ২০০৯ সালে মানগুয়ে বন ব্যুরোর অধীনে পুরানো আবাসিক এলাকায় ৫টি বহুতলার ভবন ও ৭টি এক তলার ভবন নির্মান করা হয়েছে। এ সব প্রকল্প অর্ন্তমঙ্গোলিয়ার দাশিনআন লিন বন অঞ্চলে পুরানো আবাসিক এলাকা সংস্কার প্রকল্পগুলোর একটি অংশ।

     অর্ন্তমঙ্গোলিয়ার দাশিনআন লিন বন অঞ্চলে আগের আবাসিক ভবনগুলো অনেক বছর ধরে মেরামতের অভাবে অনেক ভবনের অবস্থা অত্যন্ত খারাপ । শীত্কালে ভবনগুলো বাতাস প্রতিরোধ করতে পরে না এবং গ্রীষ্মকালে বৃষ্টি প্রতিরোধ করতে পরে না। এর সঙ্গে সঙ্গে রান্ন করতে অনেক কাঠ ব্যয় করা হয়। সুতরাং সম্পদের ক্ষয়ক্ষতি অত্যন্ত গুরুতর। উপরন্তু এ সব পুরানো আবাসিক এলাকায় ভাল রাস্তাও নেই। বাড়িঘর এত ঘন হয় যাখানে আগুন লাগানো হলে ভয়ংকর অবস্থা হতে পারে।

      দাশিনআনলিন বন ব্যবস্থাপনা ব্যুরোর পরিসংখ্যাণ অনুযায়ী, ৭৭ হাজার পরিবার এই পরানো আবাসিক এলাকায় বসবাস করে। এলাকার আয়তন ৩০ লাখ বর্গমিটারেরও বেশী যা বন অঞ্চলের মোট আয়তনের ৫৩ শতাংশ ।

     সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বন অঞ্চলের জনসাধারণের আবাসিক সমস্যার ওপর ঘনিষ্ঠ মনোযোগ দিয়ে আসছে। বতর্মানে পুরানো আবাসিক এলাকার সংস্কার কাজ দাশিনআনলিন বন এলাকায় পুরোদমে চলছে। সংস্কার কাজে যে সব অর্থ ব্যয় করা হয়েছে সে সব অর্থের মধ্যে কোন কোন হল সরকারের ভতুর্কি, কোন কোন হল শিল্প প্রতিষ্ঠানের সহায়তা আবার কোন কোন হল বাড়িঘর ক্রয়কারিদের নিজ উদ্যোগে সংগ্রহ-করা অর্থ। অন্তর্মঙ্গোলিয়ার দাশিনআনলিন বন ব্যবস্থাপনা ব্যুরোর কর্মকর্তা জেন শিয়ে ছিন বর্ননা করেছেন, ২০০৯ সালে বন অঞ্চলে পুরানো আবাসিক এলাকায় সংস্কারের আয়তন ১০ লাখ বর্গকিলোমিটারেরও বেশী। ২০ হাজারেরও বেশী পরিবার এতে কল্যাণকর হয়েছে। এ সংস্কার অভিযানে প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। প্রায় চার ভাগের তিন ভাগ অধিবাসী নতুন বাসায় উঠেছেন। তিনি বলেন,

     ২০০৯ সালের শেষ নাগাদ আমরা ৭ লাখ ৫০ হাজার বর্গ মিটারের সংস্কার কাজ সম্পন্ন করেছি। ১৫ হাজার পরিবার নতুন বাসায় উঠেছে। এখানে বসবাস করা শ্রমিকরা সবাই নতুন বাসায় উঠতে পারেন। যার ফলে শ্রমিকদের জীবন পুরোপুরি উন্নত হয়েছে।

     ৪০ বছর বয়স্ক বাও শিও লিন দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী হন। কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন।এখন তার মেয়ে তার সঙ্গে থাকেন। ২০০৯ সালে বন ব্যুরো তার জন্য বিনা মূল্যে ৩০ বর্গমিটারের একটি ঘর দিয়েছে। এ নতুন ঘর পেয়ে তিনি আনন্দে মুখরিত। তিনি বলেন,

       আগের বাড়ি একাবের জীর্ণ হয়ে গেছে। শীত্কালে ঘরের ভিতরে খুব ঠান্ডা। পিছানায় বসার সময় লেপ সব সময় হাঁটুর ওপর তুলে নেয়া উচিত। কোন এক দিন এ ধরনের নতুন বাসায় উঠতে পারি তা আগে কল্পনা করা যায় না।

     দাশিনআনলিন বন অঞ্চলের পুরানো আবাসিক এলাকার সংস্কার প্রকল্প প্রাকৃতিক সংরক্ষণের সঙ্গে ভালভাবে সংযুক্ত করেছে। শ্রমিক ইয়েন শি শিয়েন তার আবাসিক এলাকায় ২০ হেক্টর আয়তনের গাছ লাগিয়েছেন। ২০০৯ সালের শেষ দিকে তার পরিবার নতুন বাসায় উঠার পর , এই পুরানো আবাসিক এলাকায় সবুজে আবৃত। তিনি বলেন,

       আরও কয়েক দশকের পর, এসব গাছ বড় হবে। তখন এখানে পতিত জমি বনে পরিনত হবে। আগের আমরা গাছ কাটিয়েছি এখন আমরা গাছ লাগিয়েছি।

    অর্ন্তমঙ্গোলিয়ার বন শিল্প লিমিটিট কোম্পানির উপ মহা ব্যবস্থাপক চাও বাও জুন বলেন, বতর্মানে বন অঞ্চলে পুরানো আবাসিক এলাকার সংস্কার কাজ পুরোদমে চলছে। এ সব সংস্কার কাজে সরকার শতাধিক কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে।এই প্রকল্প আর্থিক সংকট মোকাবিলার সহায়ক হতে পারে। তিনি বলেন,

      বন অঞ্চলের পুরানো আবাসিক এলাকার সংস্কার কাজে কেন্দ্রীয় সরকার ৩২ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে এবং স্থানীয় সরকার ১২০ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে। যার ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। তা ছাড়া, আংশিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সুতারং অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয় উন্নতি ব্যাপকভাবে বিকশিত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040