বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ বিদেশ থেকে পাওয়া সহায়তা ঋণের পরিমাণ ১.১৮ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৫০ কোটি মার্কিন ডলার বেশি। ইতোমধ্যেই ১ বিলিয়ন ৪.৬ কোটি মার্কিন ডলার হচ্ছে ঋণ পাওয়া গেছে। ১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার অনুদান নেয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংক হচ্ছে বাংলাদেশে সহায়তাকারী প্রধান আন্তর্জাতিক সংস্থা। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশে ৭০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশে ১৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।