|
চীনের নাম-করা পোশাক উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান----ইয়াগোয় লিমিটেড কোম্পানি হচ্ছে তাদের এবার পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান । গত বছরের দ্বিতীয়াধের পর আর্থিক সংকট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইয়াগোয় লিমিটেড কোম্পানি এ সংকটের হাত থেকে রেহাই পায়নি। কিন্তু এই লিমিটেড কোম্পানির কর্মী সংখ্যা ৫০ হাজারেরও বেশী । দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই লিমিটেড কোম্পানি তার শক্তিতে বলবান। এই কোম্পানি সাফল্যের সঙ্গে বৈশ্বিক আর্থিক মন্দা থেকে সৃষ্ট প্রভাব কাটিয়ে উঠেছে। ২০০৯ সালে ইয়াগোয়র পোশাক রফতানি হার মাত্র ৫ শতাংশ কমেছে। এর পাশাপাশি এই কোম্পানির অভ্যন্তরীণ ব্যবসার বৃদ্ধি হয়েছে ২০ শতাংশেরও বেশী। ইয়াগোয় লিমিটেড কোম্পানির উপ মহা পরিচালক লি রু গান বলেছেন, (রেকডিং ১)
আগের নিয়ম অনুযায়ী , ইয়াগোয়ের তৈরী পোশাক ৫০ শতাংশ দেশে বিক্রি করা হয় এবং ৫০ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু চলতি বছর অভ্যন্তরীণ ব্যবসা ২০ শতাংশ বেড়েছে। বৈদেশিক ব্যবসা ৫ শতাংশ কমে গেছে। গত বছর আমাদের কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ ছিল ২১৪০ কোটি ইউয়ান রেন মিন পি । চলতি বছর আমাদের বিক্রয়ের পরিমাণ ২৪০০ কোটি ইউয়ান রেন মিন পি হতে পারে বলে আশা করা হচ্ছে। মোট পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পাবে তাতে কোন সন্দেহ নেই।
ইয়াগোয় লিমিটেড কোম্পানির প্রধান উত্পাদন শিল্প হল মার্কার পোশাক । ১৯৭৯ সালে এ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে অব্যাহত প্রচেষ্টার পর এখন এই কোম্পানির তৈরী সার্ট ও স্যুটসহ চীনের ছ'টি মার্কার পণ্যদ্রব্য দেশে বিদেশে বিক্রি করা হয়। এই কোম্পানির উপ মহা পরিচালক লি ইয়াং গান বলেছেন, তাদের তৈরী পণ্যের গুণগতমান উন্নয়ন ব্যবস্থা জোরদার করার ফলে এ কোম্পানি আজকের এ সাফল্য অর্জন করেছে। তিনি বলেন (রেকডিং ২)
আমরা সব সময় গুণগতমান ও মার্কারের দিকে মনোযোগ দিয়ে আসছি। গত শতাব্দীর আশির দশকে আমরা এর প্রতি গুরুত্ব আরোপ করেছিলাম। আমাদের কোম্পানির নিজস্ব গুণগতমান পরীক্ষা-নীরিক্ষা বিভাগ আছে। কোম্পানির প্রতিটি বিভাগে নিজস্ব পরীক্ষা সংস্থা আছে।
ইয়াগোয় লিমিটেড কোম্পানির তৈরী পণ্য বিদেশে খুব জনপ্রিয়। চীনের পণ্যদ্রবের গুণগতমান প্রসঙ্গে চীনে স্পেনের দূতাবাসের বাণিজ্য কাউলার লং পং সাংবাদিকদের বলেছেন, এবার পরিবদর্শনের মাধ্যমে তিনি মনে করেন, চীনের পণ্য ইইউর মানদন্ড ও চাহিদার সঙ্গে মিল রয়েছে। স্পেন অব্যাহতভাবে চীন থেকে পণ্য আমদানি করবে। তিনি বলেন, (রেকডিং ৩)
আপনারা হয়তো জানেন , প্রতি বছর স্পেন চীন থেকে অনেক বস্ত্রবয়নজাত পণ্য, খেলনা ও জুতা আমদানি করে। বতর্মানে ইইউ চীনের তৈরী জুতার বিরুদ্ধে ডাম্পিং রিরোধী কৌশল প্রবর্তন করছে। কিন্তু কৌশল যাই হোক না কেন , স্পেন চীন থেকে ব্যাপক পরিমাণের জুতা আমদানি করবে। এবার পরিদর্শন আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমার মনে হয় চীনের তৈরী পণ্যদ্রব্যের গুণগতমানে কোন সমস্যা নেই।
সাম্প্রতিক বছরগুলোতে পণ্যদ্রব্যের গুণগতমানের ওপর তদারকি জোরদার করার লক্ষ্যে চীন সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। চীনের রাষ্ট্রীয় গুণগতমান পরীক্ষা-নীরিক্ষা অধি দফতরের উপ পরিচালক ভিয়ে ছুয়ান জং বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে পণ্যদ্রব্যের গুণগতমান পরীক্ষা-নীরিক্ষা ব্যবস্থা ধাপে ধাপে সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, (রেকডিং ৫)
আমরা কড়াকড়ি আমদানি-রফতানি খাদ্য নিরাপত্তা নিষ্চয়তা ব্যবস্থা স্থাপন করেছি এবং ধীরে ধীরে উত্পাদনকারী জিনিসপত্র ও খাদ্য নিরাপত্তা পরীক্ষা-নীরিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ করেছি। দীর্ঘদিন ধরে , চীনের রফতানিযোগ্য খাদ্যের গুনগতমানের হার শতকরা ৯৯ শতাংশেরও ওপর বজায় রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র হল চীনের মালপত্র রফতানির অন্যতম প্রধান গন্তব্য। চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কৃষি কমিশনার ভিয়ে রেন ওয়ে চীনের খাদ্য শিল্প প্রতিষ্ঠান ও পরীক্ষা-নীরিক্ষা বিভাগ পরিদর্শনের পর বলেছেন, চীনের গুণগতমান পরীক্ষা-নীরিক্ষা বিভাগগুলোর কাজ বিশ্বাসযোগ্য। তিনি বলেন, (রেকডিং ৬)
একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমাদের চীনের প্রদত্ত খাদ্য নিরাপত্তা সার্টিফিকেট বিশ্বাস করা উচিত। এ ক্ষেত্রে যদিও আমাদের মধ্যে অভিন্ন বক্তব্য নেই তবুও আমাদের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে। আমাদের পরষ্পরের গুণগতমাণ পরীক্ষা-নীরিক্ষার কাজ বিশ্বাস করা উচিত।
সিওটিয়েনও লিমিটিড কোম্পানি চীনের কাপড় ধোওয়া যন্ত্র তৈরীর শিল্প প্রতিষ্ঠান । দক্ষিণ আফ্রিকার কৃষি কানসিউলার এই শিল্প প্রতিষ্ঠান পরিবদর্শনের সময় বলেছেন, (রেকডিং ৭)
চীনের শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের লক্ষ্যে চীন সরকার তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয় , এবারের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকাল মালপত্রের গুণগতমান ও খাদ্য নিরাপত্তা বিশ্বব্যাপী আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। পরিদর্শনের মাধ্যে আমরা চীনের শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে অনেক জানতে পেরেছি। প্রতিবেদনটি শুনলেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |