বাংলাদেশ সরকার বেশ কয়েকটি সহযোগিতামূলক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে
2009-12-24 19:54:30 cri
সম্প্রতি বাংলাদেশ সরকার ২০টি বুনিয়াদী ব্যবস্থা ও টেলিযোগাযোগ প্রকল্প নির্মাণের কাজ অনুমোদন করেছে। যাতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করা যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবনের একজন কর্মকর্তা বলেছেন, এসব প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৬৫ কোটি মার্কিন ডলার। এটি হবে সরকারের ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিদ্যুত ও জ্বালানি সম্পদ ক্ষেত্রের ১০টি প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এসব প্রকল্পে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি), জাপান ও ভারত যৌথভাবে অর্থ বরাদ্দ করবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা