বাংলাদেশের লন্ডনে বিদ্যুত্ প্রচারের তত্পরতা অনুষ্ঠিত হয়েছে
2009-12-16 21:08:01 cri
বাংলাদেশে বিদ্যুত্ খাতে বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধি দল সম্প্রতি এ খাতে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য লন্ডনে তাদের তত্পরতা চালিয়েছে। এ তত্পরতা হচ্ছে বিদেশে বাংলাদেশের তিনটি তত্পরতা কর্মসূচীর একটি অংশ। অন্য দুটি তত্পরতা সিঙ্গাপুর ও নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এবারের তত্পরতার ১১টি প্রকল্পের জন্য মোট লেনদেনের পরিমাণ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা বলেছেন, এ ১১টি প্রকল্পের মধ্যে তেল, প্রাকৃতিক গ্যাস, সৌর শক্তি ও বায়ু শক্তি চালিত ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। জানা গেছে, এবারের তত্পরতায় প্রায় ৮০জন পুঁজি বিনিয়োগকারী যোগ দেবেন। ইতোমধ্যে ২৫জন হচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভুত বিদেশী।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা