ফ্রান্সে চীনের রাষ্ট্রদূত খোং ছুয়ান লিয়নে শিল্প ও বাণিজ্য সমিতিকে বিশেষ বক্তৃতা দিয়েছেন
ফ্রান্সে চীনের রাষ্ট্রদূত খোং ছুয়ান সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের লিয়নে চীন ও ফ্রান্সের দু'শ শিল্পপতিদেরকে বিশেষ বক্তৃতা দিয়েছেন।
খোং ছুয়ান লিয়নের শিল্প ও বাণিজ্য সমিতির সদস্য ও ফ্রান্সে চীনের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে চীন আর্থিক সংকট হবার পর অর্থনৈতিক উন্নয়নের পরিস্থিতি এবং ভবিষ্যতে উন্নয়নের প্রস্তাব সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছেন। এর মাধ্যমে অংশগ্রহণকারী চীনের অর্থনীতি উন্নয়নের পরিস্থিতি বাস্তব জানানোর পাশাপাশি চীন সরকার সংকট মোকাবিলা ক্ষেত্রে বাস্তব ও দায়িত্বশীল মনোভাব অনুভব করেছেন।