Web bengali.cri.cn   
২০২০ সাল নাগাদ ইউনিটের জি ডি পির মোট পরিমাণের কাবন নি:সরণ হার ২০০৫ সালের চেয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ হ্রাস পাবে
  2009-12-09 21:11:50  cri
ই লক্ষ্যমাত্রাকে চীনের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের মধ্যবর্তী মেয়াদের পরিকল্পনায় অন্তভুর্ক্ত করা হয়েছে

চীন সরকার সম্প্রতি জানিয়েছে, ২০২০ সাল নাগাদ ইউনিটের জি ডি পির মোট পরিমাণের কাবন নি:সরণ হার ২০০৫ সালের চেয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ হ্রাস পাবে। এই লক্ষ্যমাত্রাকে চীনের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের মধ্যবর্তী মেয়াদের পরিকল্পনায় অন্তভুর্ক্ত করা হয়েছে। কোপেনহাগেন জলবায়ু বিষয়ক সম্মেলন শুরু হওয়ার প্রক্কালে চীন এই স্পষ্ট লক্ষ্যমাত্রা উত্থাপন করেছে। চীন এখন শহরায়নের মধ্যবর্তী পযার্য়ে রয়েছে। সুতরাং চীনের পক্ষে এ লক্ষ্যমাত্রা যেমন চ্যালেঞ্জর তেমনি সুযোগ বলে মনে করা হয়। চীন সরকারের কমর্কর্তারা বিভিন্ন উপলক্ষ্যে বলেছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অথর্নীতি ও উত্পাদন শিল্প কাঠামোর পুনরুদ্ধারে চীনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের অথর্নীতির মোট পরিমাণে শিল্পের অনুপাত সব সময় ৪০ শতাংশের কাছাকাছি । চলতি বছরের তৃতীয় চতুর্থাংশে চীনের শিল্পে ৫৫ হাজার কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশী। অথর্নীতির প্রবৃদ্ধি বাড়ানোর সঙ্গে সঙ্গে শিল্প উত্পাদন চীনে কাবন নি:সরনের প্রধান উত্পত্তি হয়ে দাঁড়িয়েছে।

শিল্প ক্ষেত্রে টেকসই উন্নয়ন ও জ্বালানী সাশ্রয় এবং বিষাক্ত গ্যাস নিগর্মন হ্রাস বাস্তবায়নের জন্য চীন সেকেলে হয়ে যাওয়া শিল্পে ব্যবহৃত সরঞ্জামগুলো বজর্নের পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ স্পাত ও লোহা, সিমেন্ট, কাচ নিমার্নসহ অতিরিক্ত জ্বালানী ব্যয় ও অতিরিক্ত পরিত্যক্ত পদার্থ নিগর্মনসংযুক্ত শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত । চীনের রাষ্ট্রীয় উন্নয়ন্ন ও সংস্কার কমিশনের কমর্কর্তা শাওয়াং বিয়ে লিন বলেছেন, ভবিষ্যতে উল্লেখিত শিল্প প্রতিষ্ঠানের ওপর কড়াকড়ি তদারকি ব্যবস্থা প্রবর্তিত হবে, যাতে এ সব শিল্প প্রতিষ্ঠান অন্তভাবে সম্প্রসারন করা না হয়। তিনি বলেন,

বাজার ও পরিবেশের ওপর আমাদের তদারকি কড়াকড়ি। যে কোন জমি ব্যবহার করা হলে কড়াকড়ি বিবেচনা করতে হয়। যে কোন ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার সময় সাধারণত বিজ্ঞপ্তি জ্ঞাপনের নিয়ম আছে। বিভিন্ন ব্যবস্থাপনা বিভাগের নিজ নিজ দায়িত্ব অত্যন্ত ষ্পষ্ট।

অতিরিক্ত জ্বালানী ব্যয় ও অতিরিক্ত বিষাক্ত গ্যাস নিগর্মনসংযুক্ত শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নিয়ন্ত্রণের পাশাপাশি বতর্মানে চীনের অনেক শিল্প প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানীকে কাজে লাগানোর প্রকল্প চালু হচ্ছে। কিছু দিন আগে চিয়াংসু প্রদেশের জানচিয়াগান সওয়াংসি রাসায়ন লিমিটিট কোম্পানির বিদ্যুত উত্পাদন শুরু হয়েছে। এ কোম্পানির উপ ব্যবস্থাপক ইউয়ান য়া ফি সংবাদদাতাকে বললেন, অন্যান্য বিদ্যুত কেন্দ্রে যেভাবে জ্বালানী ব্যবহার করা হয় এ বিদ্যুত কোম্পানিতে সেভাবে জ্বালানী ব্যবহার করা হয় না। এ বিদ্যুত কোম্পানি সম্পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানীকে কাজে লাগিয়ে বিদ্যুত উত্পাদন করে।

দীর্ঘকাল ধরে জ্বালানী খাতে চীন কয়লার ওপর নির্ভর করে থাকে। এখন এই জ্বালানীর কাঠামোও পরিবর্তন করা হচ্ছে। বতর্মানে বাতাসচালিত শক্তি, সোরশক্তিসহ অন্যান্য জ্বালানী সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুত উত্পাদন করা হচ্ছে। নতুন জ্বালানী সম্পদ উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী, এ ক্ষেত্রে চীন সরকার ৩ লাখ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করবে। ২০২০ সাল নাগাদ নতুন জ্বালানীর অনুপাত ১৫ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। বতর্মানে চীনের অর্থনীতির মোট পরিমাণে পরিসেবার অনুপাত প্রায় ৪০ শাতংশ যা শিল্পোন্ন দেশগুলোর চেয়ে অনেক কম। শিল্পোন্ন দেশগুলোতে পরিসেবার অনুতাপ শতকরা ৭০ ভাগেরও বেশী। চীনের বাণিজ্য মন্ত্রী ছেন তে মিন সম্প্রতি বলেছেন, চীনের পরিসেবা শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য চীন শিল্পোন্ন দেশগুলো থেকে আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তি আনতে চায়। তিনি বলেন,

পরিবহন, ব্যাংকিং, বিমার, স্বাস্থ্য, নকশা গবেষণা ও বিপণনসহ নানা ক্ষেত্রে চীন শিল্পোন্নত দেশগুলো থেকে দক্ষ ব্যক্তিদের আনতে চায়। সফটওয়ে উন্নয়ন. আন্তর্দেশীয় ঠিকাদা , লজেষ্টার পরিসেবাসহ নানা ক্ষেত্রে বিদেশী পুঁজি বিনিয়োগকে উত্সাহ দেয়া হবে। পরিসেবা ক্ষেত্রের আধুনিকীকরণ তরান্বিত করার জন্য আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার পদ্ধতি আমদানি করা হবে।

তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহজ কাজ নয়। একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীন বহুল লোকসংখ্যা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040