Web bengali.cri.cn   
চীনের মূল ভূভাগ ও ম্যাকাওয়ের মধ্যে আরও ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কিত কমর্সূচী
  2009-11-26 20:38:06  cri
" চীনের মূল ভূভাগ ও ম্যাকাওয়ের মধ্যে আরও ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কিত কমর্সূচী" অথার্ত সিপা ২০০৩ সালের অক্টোবর ম্যাকাওয়ে স্বাক্ষরিত হয়েছে। ২০০৪ সালের পয়লা জানুয়ারী এই কমর্সূচী আনুষ্ঠানিকভাবে কাযর্কর করা হয়। যার ফলে চীনের মূল ভূভাগ ও ম্যাকাওয়ের মধ্যে তহবিল, মালপত্র ও লোকজনের বিনিময় তরান্বিত করা হয়েছে। দু'পক্ষের মধ্যে অথর্নৈতিক বিনিময় ও সহযোগিতার মান উন্নত করা হয়েছে। চীনের মূল ভূভাগে ম্যাকাওবাসিদের পুঁজিবিনিয়োগ করার সুযোগ দেয়া হয়েছে। আজকের এ বিশেষ অনুষ্ঠানে ম্যাকাওবাসীদের জন্য এ কমর্সূচীর বয়ে আনা কল্যাণ সম্পর্কে কিছু বলবো।

দশ বারো বছর আগে ম্যাকাওয়ের ব্যবসায়ী ইয়াও ই বিয়েন চীনের মূল ভূভাগে জুতার পাইকালী ব্যবসা শুরু করেন। ব্যবসা সম্প্রসারণের জন্য তার জুহাইয়ে একটি দোকান ভাড়ার খুব ইচ্ছা আছে। কারণ জুহাইয়ে ভাড়া সস্তা এবং শ্রমর্শক্তি পযার্প্ত । ২০০৪ সালের প্রথম দিকে সিপার দ্রুত বাস্তবায়নের ফলে তার এ স্বপ্ন সম্ভব হয়েছে। তিনি ম্যাকাওয়ের ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী যিনি সবচেয়ে আগে জুহাইয়ে ব্যবসা করতে আসেন।

ইওয়ও ই বিয়েন জুহাইয়ের এটি সিপা বাণিজ্য কেন্দ্রে একটি দোকান ভাড়া করেছেন। তার এই দোকানে যে সব জুতা বিক্রি করা হয় সে সব জুতার দাম সস্তা কিন্তু জুতার আকার সুন্দর। তার জুতা দোকান জুহাইয়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তার ব্যবসা অত্যন্ত ভাল। বতর্মানে সুহাইয়ে তিনি আরও তিনটি দোকান খুলেছেন। জুহাইয়ের বাজার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি দিন এ ভূগর্ভস্থ বাণিজ্য কেন্দ্রে লাখ লাখ জনস্রোত দেখা যায়। তারা আমার দোকানে তাদের পছন্দমতো জুতা কিনতে পারেন।

২০০৪ সালের অক্টোবর সিপার অতিরিত্ত চুক্তি ম্যাকাওয়ে স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, চীনের মূল ভূভাগে বাণিজ্য ও পরিসেবা ক্ষেত্রে ম্যাকাওয়ের জন্য আরও উন্মুক্ত হয়েছে। ২০০৫ সালের পয়লা জানুয়ারী থেকে চীনের মূল ভূভাগে ম্যাকাওবাসীদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসার জন্য সীমিতকরণ বাতিল করা হয়েছে এবং ব্যবসার ব্যবপকতা সম্প্রসারিত হয়েছে। এখন সুহাইয়ে ম্যাকাওবাসীরা পরিসেবা ক্ষেত্রে অনেক কিছু করতে পারেন। এর পর , বেশ কয়েকটি অতিরিক্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের মূল ভূভাগে ম্যাকাওয়ের ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োগের আওতা ও পদ্ধতি ক্রমেই ব্যাপক হয়ে উঠেছে। তা ছাড়া পুঁজিবিনিয়োগের ধাপও স্পষ্টভাবে দ্রুততর হয়েছে।

জুহাইয়ের শিল্প ও বাণিজ্য মহলের পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০৯ সালের জুন মাস পযর্ন্ত জুহাইয়ে ম্যাকাওয়ের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ১৯০০টি হয়েছে, বিনিয়োগের মোট পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশী। নিমার্ন , পরিসেবা , বিজ্ঞান ও প্রযুক্তিসহ শিল্পে ব্যাপক অঙ্কের অর্থ রবাদ্দ করা হয়েছে।

মাডাম লি ২০০৫ সাল থেকে সুহাইয়ে তার পোশাক ব্যবসা শুরু করেন। এখন পোশাক ব্যবসয়ায় তার জন্য যে মূনাফা হয়েছে তিনি তাতে আর সন্তুষ্ট নন। ২০০৭ সালে তিনি ও তার স্বামী সেনছেনের একটি লংড্রি চালু করেছেন। সেনছেন শহরের অথর্নীতির দ্রুত উন্নয়ন হওয়ার পাশাপাশি আবাসিক এলাকা ক্রমাগত বেড়েছে। তাদের ব্যবসাও সরগরম হয়ে উঠেছে। একটি সাক্ষাত্কারে তিনি বলেন . সেনছেনে আবাসিক এলাকা অনেক। আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়জনও এখানে বাস করেন। আমাদের মধ্যে নিবিড় যোগাযোগ রয়েছে।

যারা ম্যাকাও বেড়াতে গিয়েছেন তারা অবশ্যই এক ধরনের মিষ্টি খেয়েছেন। এই মিষ্টি খেতে অত্যন্ত ভাল লাগে। এই খাবার ম্যাকাওয়ে খুব জনপ্রিয় । সিপা কমর্সূচী কাযর্কর হওয়ার পর তার ব্যবসা অনেক সম্প্রসারিত হয়েছে। সিপা কাযর্কর হওয়ার পর , চীনের মূল ভূভাগে লিন ভান ইর ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে।

অবশ্যই তিনি ষ্পষ্পভাবে উপলব্ধি করেছেন যে , চীনের মূল ভূভাগ ও ম্যাকাওয়ের মধ্যে ব্যবসায় নীতি ভিন্ন বলে তার সম্মুখীন অসুবিধাও অনেক । ভবিষ্যত প্রসঙ্গে তিনি বলেন, চীনের মূল ভূভাগের স্লোগান হল, চীনে বাইরের শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানানো এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগ করতে উত্সাহ দেয়া। বতর্মানে আমাদের অনেক সমস্যার সমাধান করতে হবে। সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করতে হবে। যার ফলে চীনের মূল ভূভাগে হংকং ও ম্যাকাওয়ের পুঁজি বিনিয়োগকারীদের ব্যবসা জমজমাট হবে ।

ম্যাকাও উন্নয়ন ও কৌশল গবেষণা কেন্দ্রের পরিচালক লিয়েন ভিয়ে তে মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনের ১০ বছরে অথনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা পর্যালোচনা করার সময় বলেছেন, নিজের অবস্থা সীমিত বলে ম্যাকাওয়ের অর্থনীতি মূল ভূভাগের ওপর নির্ভর করতে থাকে। প্রত্যাবর্তনের পর কেন্দ্রীয় সরকার ম্যাকাওকে বিভিন্ন পক্ষের স্থায়ী ও কার্যকর সাহায্য দিয়েছে। সিপাসহ ধারাবাহিক নীতি চালু হওয়ার পর ম্যাকাওয়ের অর্থনীতি বহুমুখী বিকশিত হবে। এতক্ষণ প্রতিবেদন শুনলেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040