|
চীনের পশ্চিমাঞ্চল উন্নয়ন নীতি বাস্তবায়নের প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের সংখ্যা ১২টি। এসব প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে ছোং ছিং, সিছুয়ান ,কুই চৌ, ইয়ুন নান, শান সি, কান সু ,ছিং হাই প্রদেশ এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কুয়াং সি চুয়ান জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল। এসব জায়গার আয়তন ৮.৫ লাখ বর্গ কিলোমিটার। যা চীনের মোট ভূভাগের ৭১.৪ শতাংশ।
পশ্চিমাঞ্চল উন্নয়নের কৌশল বাস্তবায়নের লক্ষ্যে দশ বছরে চীন সরকার ৩.৫ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। দশ বছরে পশ্চিমাঞ্চলের ছিং চাং রেলপথ ও পশ্চিমাঞ্চলের গ্যাস চীনের পূর্বাঞ্চলে সরবরাহসহ দৃষ্টান্তমূলক প্রকল্প তৈরির কাজ সম্পন্ন এবং চালু হয়েছে। গুরুত্বপূর্ণ সেচ ব্যবস্থা , জ্বালানি সম্পদ ও টেলিযোগাযোগ স্থাপনা নির্মাণের কাজ সার্বিকভাবে ত্বরান্বিত করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমাঞ্চলে শিক্ষা, চিকিত্সা, সংস্কৃতি , কর্মসংস্থান ও সামাজিক নিশ্চয়তা বিধানের কাজ সার্বিকভাবে উন্নত হয়েছে। গ্রামের দারিদ্র্য-পীড়িত লোকসংখ্যা ৯৫.৪ লাখ হ্রাস পেয়েছে। জনগণের জীবনযাপনের মান স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জিডিপি ১.৬৬ ট্রিলিয়ন ইউয়ান থেকে ৫.৮২ ট্রিলিয়ন ইউয়ান বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত চীনের পশ্চিমাঞ্চল দশম আন্তর্জাতিক প্রদর্শনীতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন,
দশ বছরে পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক , সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে পশ্চিমাঞ্চল দ্রুত উন্নয়ন, শহর ও গ্রামের বৃহত্তম পরিবর্তন এবং জনগণ বেশি কল্যাণ পাওয়ার শ্রেষ্ঠ সময়ে প্রবেশ করেছে।
গত বছর থেকে আন্তর্জাতিক আর্থিক সংকটের কারণে বিশ্বের অর্থনীতি উন্নয়নের গতি স্পষ্টভাবে মন্থর হয়েছে। চীনের অর্থনীতিও কিছুটা কমে গেছে। তবে পশ্চিমাঞ্চলের উন্নয়নের গতি মন্থর হয় নি। চলতি বছরের প্রথমার্ধে পশ্চিমাঞ্চলের জিডিপি উন্নয়নের হার ছিল ১১.৮ শতাংশ। নগরের স্থাবর সম্পত্তিতে পুঁজি বিনিয়োগ উন্নয়নের হার ছিল ৪২.১ শতাংশ। তাছাড়া, সমাজের ভোগ্যপণ্যের খুচরা-বিক্রির মূল্য বৃদ্ধির হার ছিল ১৯ শতাংশ। এসব সংখ্যা বিশ্বের গড়পরতা উন্নয়নের হারের তুলনায় বেশি ছিল। কেন পশ্চিমাঞ্চল উন্নয়নের প্রবণতা বজায় রাখতে পেরেছে? এ প্রশ্নের জবাব হল চীন সরকার আর্থিক সংকট মোকাবিলার পরিকল্পনা সার্বিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়ায় পশ্চিমাঞ্চল উন্নয়নের নীতি গভীরভাবে অনুসরণ করেছে। চীন সরকার অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর মাধ্যমে পশ্চিমাঞ্চলের অর্থনীতি চংগা করে তোলা, প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবন এবং দুর্যোগের পর পুনর্গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে বেশি বরাদ্দ দিয়েছে।
এ প্রক্রিয়ায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল বিশ্বমুখী উন্মুক্তকরণের কাজ অব্যাহতভাবে সম্প্রসারণ করেছে। চীন সরকার কেবল পশ্চিমাঞ্চল ও কাছাকাছি দেশের আর্থ-বাণিজ্যিক বিনিময় আরো বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র ও সীমান্ত এলাকার উন্মুক্তকরণের অঞ্চল নির্মাণের কাজ ত্বরান্বিত করার ব্যাপারে সমর্থন দিয়েছে তাই নয়, বরং আমদানি ও রপ্তানির পণ্যদ্রব্য সংক্রান্ত ছাড়পত্র পরিচালনা ও জনগণের বিনিময় ক্ষেত্রে বেশি সুবিধাজনক নীতি কার্যকর করেছে। বিশ্বমুখী উন্মুক্ত পশ্চিমাঞ্চলে দ্রুত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চল আন্তর্জাতিক প্রদর্শনী ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছরে একবার এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বর্তমানে এ প্রদর্শনী পশ্চিমাঞ্চলে বহিরাগত পুঁজি আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আয়ারল্যান্ড থেকে আসার ব্যবসায়ী গ্রাহাম মুলহার্ন প্রদর্শনীতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন,
আমার এবার চীনে আসার লক্ষ্য হল একটি কোম্পানি অধিগ্রহণ করা। চীনের কোম্পানির উপযুক্ত পণ্য থাকলে আমি ব্রিটেন বা আয়ারল্যান্ডে পাঠাতে আগ্রহী। এ পর্যন্ত আমি একটি কোম্পানির সঙ্গে প্রাথমিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছি।
বর্তমানে চীনের পশ্চিমাঞ্চলের অর্থনীতি সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। তবে দীর্ঘদিন ধরে কাঠামো ও ব্যবস্থাপনার ক্ষেত্রে স্পষ্ট সমস্যা আরও রয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, ভবিষ্যতে চীন সরকার অর্থ, বাণিজ্য ও ভূমিসহ বিভিন্ন ক্ষেত্রের নীতি অব্যাহতভাবে বাস্তবায়ন ও স্বয়ংসম্পূর্ণ করবে। যাতে পশ্চিমাঞ্চলের উন্নয়ন আরো ভালো বাজারের পরিবেশ সৃষ্টি করা যায়। তিনি বলেন,
আগামী বছরের জানুয়ারী মাস হবে চীন পশ্চিমাঞ্চল উন্নয়নের কৌশল বাস্তবায়নের ১০তম বার্ষিকী। আমরা পরবর্তী দশ বছরে পশ্চিমাঞ্চলের গভীর উন্নয়নের নীতি প্রণয়নের কাজ গবেষণা করছি। চীন সরকার পশ্চিমাঞ্চল উন্নয়নের কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। আমরা দেশ ও বিদেশের শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের চীনের পশ্চিমাঞ্চলে পুঁজি বিনিয়োগ করার ব্যাপারে বরাবরই স্বাগত জানাই।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |