|
এবার নিয়ে ব্রিটেনে তৃতীয় বার জি-২০ অথর্মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালকদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০টি দেশ , আন্তর্জাতিক তহবিল সংস্থা, বিশ্ব ব্যাংক, ইইউসহ আন্তর্জাতিক সংস্থার ৫০জনেও বেশী প্রতিনিধি এবারের বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রীদের ঘোষণার প্রধান বিষয় হল জি-২০ অথর্নীতি পুনরুদ্ধার না হওয়া পযর্ন্ত তাদের সমর্থন অব্যাহত রাখতে ওয়াদাবদ্ধ । তারা স্বীকার করেন যে, পুনরুদ্ধার এখনো বন্ধুর এবং তা নীতির সসর্থনের ওপর নিভর্র করে । অথর্নৈতিক অজর্নে বিশ্বের সবচেয়ে ধনী ও দ্রুত প্রবৃদ্ধির দেশের প্রতিনিধিরা তাদের আর্থিক নীতি তদারকির জন্যে একটা সময় নিধার্রন করেছে । বৃটিশ প্রধানমন্ত্রী গডর্ন ব্রাইন এ বৈঠকে যোগ দিয়েছেন। এর পাশাপাশি তিনি বিশ্বমন্দা সম্পর্কে তাঁর ধারণা ব্যক্ত করেছেন। তিনি বলেন, জি-২০-এর সম্মিলিত প্রচেষ্টায় আর্থিক সংকটকবলিত বিভিন্ন দেশের আত্মবিশ্বাস কিছুটা পুনপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও বিন্দু মাত্র এ ক্ষেত্রে সতকর্তা লাঘব হবে না। তিনি বলেন, (রেকডিং ১)
পুনরুদ্ধা না হওয়া পযর্ন্ত আমাদের অথর্নীতির চাঙ্গাকরণ বজায় রাখতে হবে। সমন্বয়ের মাধ্যমে জি-২০ গোষ্ঠীর অভ্যন্তরে সংস্কার চালানো হবে। আমরা উপলব্ধি করেছি যে, বিশ্বজুড়ে আরও টেকসই বৃদ্ধি বাড়নোর জন্য বিশ্বের নতুন অথর্নৈতিক ক্ষেত্রে আরও ভারসাম্যমূলক কাঠামো প্রয়োজন। তেল ও পণ্যদ্রব্যের উঠানামা দামসহ নানা ধরনের অস্তিতিশীল উত্পত্তি কমাতে হবে। বৈঠকে যে চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল তা ছিল জি-২০ গোষ্ঠির প্রতিশ্রদিত লক্ষ্য। আমাদের নিজ নিজ অর্থনৈতিক উন্নয়নের নীতিপন্থা পরস্পরকের সঙ্গে খাপ খাওয়া যায় কিনা তা মূল্যায়ন করা হয়েছে। তা ছাড়া, এই লক্ষ্যের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আমাদের আরও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এক দিনের আলাপ আলোচনার পর, এবারের বৈঠকে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।যে বিষয় বিশ্ব সমাজের দৃষ্টি সবচেয়ে বেশ আকষর্ণ করেছে তা হল জি-২০ গোষ্ঠীর শুরু হওয়া নতুন কাঠামোর পরিকল্পনা। তা ছাড়া প্রাসঙ্গিক সময়সূচীও প্রণয়ন করা হয়েছে। বৈঠকের স্বাগদিক দেশ, বৃটেনের অথমর্ন্ত্রী আলিস্টার ডারিং বৈঠক শেষ হওয়ার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রবারের বৈঠকে অজির্ত সাফল্য ব্যক্ত করার সময় বলেছেন, (রেকডিং ২)
বিভিন্ন দেশ ও অঞ্চলের উন্নয়নের ওপর তদারকি করা এবং কার্যকর নীতিপন্থা প্রণয়ন করার জন্য আমরা একটি বিশেষ সংস্থা গড়ে তুলতে রাজি হয়েছি। আমরা আন্তর্জাতিক তহবিল সংস্থাকে সম্ভাবত সৃষ্ট সমস্যার প্রবণতার ওপর তদারকি করতে রাজি হয়েছি, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিতে পারবো এবং এ থেকে সৃষ্ট সংকট এড়াতে পারবো। তা ছাড়া, আমরা অব্যাহতভাবে সহযোগিতা চালাতে এবং আগামী ১০ বছরে টেকসই বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজি হয়েছি। এটা হল আন্তর্জাতিক সহযোগিতার নতুন পদ্ধতি। আমার বিশ্বাস, এটা হল আগের তুলনায় একেবারে ভিন্ন বিরাট অগ্রগতি। গত এক বছর ধরে অথর্নৈতিক মন্দা মোকাবিলার জন্য আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। আগামী কয়েক বছরের মধ্যে অথর্নৈতিক বৃদ্ধি নিশ্চিত করার জন্য আমরা অব্যাহতভাবে বিশেষ পদক্ষেপ নেবে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের অথমর্ন্ত্রী টিম গেইথনের বৈঠকে অজির্ত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। এবারের বৈঠকে প্রণীত লক্ষ্য বাস্তবায়নের জন্য ভবিষ্যতে আরও পদক্ষেপ নেয়া হবে বলে তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেন , (রেকডিং ৩)
বৈঠকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যাপক অভিন্নতা প্রতিফলিত হয়েছে । অথার্ত অথর্নৈতিক বৃদ্ধির পুনরুদ্ধার এখনও বিভিন্ন অথর্নৈতিক গোষ্ঠীর সর্বপ্রথম নীতির দিকনির্দেশনা । বিশ্ব মন্দা মোকাবিলার লক্ষ্যে আমরা যে দৃঢ়সংকল্প নিয়েছি সমন্বয় সহযোগিতার জন্য একই ধরনের দৃঢ়সংকল্প নেয়া হবে। যাতে লন্ডনে আয়োজিত শীর্ষ সম্মেলনে নির্ধারিত ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার লক্ষ্য বাস্তবায়িত হয়।
চীনের অথমর্ন্ত্রী শিয়ে শিয়ু রেন ও চীনের কেন্দ্রীয় ব্যাংকের মহা পরিচালক যৌ শাও ছুয়াংয়ের নেতৃত্বে চীনের প্রতিনিধি দল এবারের বৈঠকে অংশ নিয়েছে। অথর্মন্ত্রী শিয়ে শিয়ু রেন বৈঠকে বলেছেন, জি-২০এর সামষ্টিক অথনৈতিক নীতির প্রাসঙ্গিক মূল্যায়ন ব্যবস্থা বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যকার বিনিময় ও সমন্বয়ের সঙ্গে খাপ খাওয়া উচিত। এর পাশাপাশি, বিশ্ব সম্প্রদায়কে ঘনিষ্ঠ সহযোগিতার স্পষ্ট সঙ্কেত পাঠাতে হবে। যৌ শাও ছুয়াং বলেছেন, আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থার যাতে সময় মতো সম্পাদি হয় সেই জন্য বিভিন্ন পক্ষের উত্সাহ দেয়া উচিত।
এতক্ষণ "অর্থনীতির অগ্রযাত্রা " বিশেষ অনুষ্ঠান শুনলেন। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অশেষ ধন্যবাদ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |