|
||||||||||||||||||||||||||||

সকাল ন'টায় হোর্কোস তীর খোলা হয়। চীনে চাষ করা ফল ও সবুজি এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস নিয়ে বহু গাড়ি এখানে পরীক্ষার জন্য অপেক্ষা করে। চীন ও কাজাখস্তান থেকে আসার ব্যবসায়ী ও পর্যটক লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তীরে প্রবেশ বা ত্যাগের অপেক্ষা করে। চেক পোস্টে কাজ করা কর্মী তিয়াও থিয়েন থিয়েন তার ব্যস্ত দিন শুরু করেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন,

বর্তমানে এ তীরে প্রতিদিন ৩০০টি গাড়ি পার হয়। সম্প্রতি হোর্কোস সীমান্ত চেক পোস্ট কিছু ফল ও সবজির জন্য সবুজ পথ চালু করেছে। আমি সীমান্ত সেবার দায়িত্ব পালন করছি। আমরা সবসময় খুব ব্যস্ত।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |