হোর্কোস তীর সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের ইলিহাসাকো স্বায়ত্তশাসিত জেলায় অবস্থিত। এর পাশাপাশি এ তীর কাজাখস্তানের কাছাকাছি অবস্থিত। এক হাজারেরও বেশি বছর আগে এ তীর রেশম পথের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমানে এ তীর চীন মধ্য এশিয়ার পাঁচটি দেশ এমনকি ইউরোপে উন্মুক্তকরণের অগ্রবর্তী অবস্থানে পরিণত হয়েছে।
সকাল ন'টায় হোর্কোস তীর খোলা হয়। চীনে চাষ করা ফল ও সবুজি এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস নিয়ে বহু গাড়ি এখানে পরীক্ষার জন্য অপেক্ষা করে। চীন ও কাজাখস্তান থেকে আসার ব্যবসায়ী ও পর্যটক লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তীরে প্রবেশ বা ত্যাগের অপেক্ষা করে। চেক পোস্টে কাজ করা কর্মী তিয়াও থিয়েন থিয়েন তার ব্যস্ত দিন শুরু করেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন,
বর্তমানে এ তীরে প্রতিদিন ৩০০টি গাড়ি পার হয়। সম্প্রতি হোর্কোস সীমান্ত চেক পোস্ট কিছু ফল ও সবজির জন্য সবুজ পথ চালু করেছে। আমি সীমান্ত সেবার দায়িত্ব পালন করছি। আমরা সবসময় খুব ব্যস্ত।
1 2 3 4