Web bengali.cri.cn   
অর্থনৈতিক ক্ষেত্রে নোবেল পুরস্কার বিতরণ করা হয়েছে
  2009-10-29 20:38:36  cri

বন্ধুরা, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা অর্থনীতিতে ২০০৯ সালের নোবেল বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ অক্টোবর স্তকহোমে অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিরো ওস্তোলোমো ও ক্যালিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের বোক্লি শাখা বিদ্যালয়ের অর্থনীতিবিদ ওলিফো ভিয়েলিয়েমুসেন এই পুরস্কারে ভূষিত হন। এখন শুনবেন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি প্রতিবদেন।

১২ অক্টোবর সুইডেনের রাজকীয় বিজ্ঞান আ্যকাডেমির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এলিরো ওস্তোলোমো গণ অর্থনীতি ব্যবস্থপনা তত্ত্ব বিশেষ করে গণ সম্পদ ব্যবস্থাপনার বিশ্লেষণে এবং এলিফো ভিয়েলিয়েমুসেন গণ অর্থনীতি ব্যবস্থাপনা তত্ত্ব বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদান রেখেছেন বলে অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

নোবেল পুরস্কারের সরকারী ইন্টেরনেটের ব্যাখ্যা অনুযায়ী, অর্থনৈতিক কর্মসূচী যে কেবল বাজারেই থাকবে তা নয়, কোম্পানি, বিভিন্ন সমিতি, পরিবার ও সংগঠনের অভ্যন্তরেও পরিচালিত হবে । সুইডেনের রাজকীয় বিজ্ঞান আ্যডেমি জানিয়েছে, এলিরো ওস্তোলোমোর গবেষণার ফলাফল থেকে এটাই প্রতীয়মান হয়েছে যে, কেন্দ্রীয় সরকার ছাড়া যে কোন ইউনিট কার্যকরভাবে গণ সম্পদ ব্যবস্থাপনা করতে সক্ষম । এলিফো ভিয়েলিয়েমুসেনের গবেষণায় কোম্পানির স্বার্থের সংঘাত নিষ্পত্তির তত্ত্বই প্রতিফলিত হয়েছে। দু'জনের গবেষণা অর্থনীতি ব্যবস্থাপনা তত্ত্ব গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এর আগে কোনো মহিলা অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পাননি। অধ্যাপক এলিরো ওস্তোলোমো হলেন প্রথম মহিলা যিনি প্রথম বারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হন। এখন তার সংক্ষিপ্ত পরিচয় ব্যাখ্যা করবো।

৭৬ বছর বয়স্কা অধ্যাপক এলিরো ওস্তোলোমো রাজনৈতিক তত্ত্ব ও নীতিপন্থার বিশ্লেষক বলে চীনের অর্থনীতি মহলে পরিচিত। তার শ্রেষ্ঠ গ্রন্থ " গণ পরিসেবার ব্যবস্থাপনা তত্ত্ব" চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে। তিনি বেশ কয়েক বার চীন সফর করেছেন। তিনি ক্যালিয়োনিয়া বিশ্ববিদ্যালয়ের বারকলে বিভাগ থেকে ডকটরেট ডিগ্রি পেয়েছেন। বতর্মানে তিনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তত্ত্ব ও গণ পরিসেবা এবং পরিবেশ বিষয়ের অধ্যাপক। তিনি হলেন যুক্তরাষ্ট্রের গণ পরিসেবা তত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা। এ ক্ষেত্রে তার বিশ্লেষণ টেকসই উন্নয়ন, গণ পরিসেবা সম্পদের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।

আরেক জন পুরস্কার বিজয়ী ওলিফো ভিয়েলিয়েমুসেন বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে খুব বিখ্যাত। তার বয়স ৭৭। তিনি যুক্তরাষ্ট্রের এম এস টি , স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। ১৯৬৩ সালে তিনি অর্থনীতিতে ডকটরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালের পর তিনি ক্যালিফোনিয়ার বার্কলে বার্রকেলি বিভাগে শিক্ষাদান শুরু করেন। তার শিক্ষাদানের বিষয় হল, বাণিজ্য ব্যবস্থাপনা, অর্থনীতি ও আইন। তিনি এ বিষয়ের ওপর বিষবেশ কয়েকটি বই লিখেছেন। এ সব বইয়ের মধ্যে নাম-করা বইয়ের নাম হল:" পুঁজিবাদের অর্থনৈতিক ব্যবস্থা"। তিনি " নতুন ব্যবস্থার অর্থনীতির" নাম দিয়েছেন। তা ছাড়া, তিনি " লেদেনের খরচ সম্পর্কিত অর্থনীতি তত্ত্ব" প্রতিষ্ঠা করেছেন। তিনি মনে করেন, বাজারের প্রচলন ও সম্পদের সরবরাহ কার্যকর হয় কি না তা দুই উপাদানের ওপর নির্ভর। প্রথমত: লেদেনের অবাধতার ব্যবপকতা ও লেনদেনের কম বা বেশী পরিমাণ। তিনি আরও মনে করেন, বাজার ও বিভিন্ন ব্যবস্থাপনা সংস্থা , যেমন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠান ভিন্ন সংস্কারের কাঠামোর প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে পার্থক্য এই যে, স্বার্থের সংঘর্ষ নিষ্পত্তি করার সময় ভিন্ন পদ্ধতি গ্রহণ করা। বাজার কাঠামোর খাটতির কারনে মাঝে মাঝে বিতর্ক বা মতভেদ দেখা দেয়। কম্পানির কাঠামোর কাটতির কারনে ক্ষমতার ভাগাভাগির বিরোধ কমাতে পারে সত্ত্বেও এই ক্ষমতার অপব্যবহার হতে পারে। তার ফলে বাজারে প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষাকৃতভাবে সুস্থ্য হয়। কারণ যদি ক্রয় ও বিক্রয়ের মধ্যে মতভেদ সৃষ্টি হয় তাহলে এটাকে অন্যান্য লেনদেনকারীর কাছে হস্তান্তর করা যায়। যে সব বাজারে প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষাকৃত কম দেখা যায় সে সব ক্ষেত্রে বাজারের চাইতে কোম্পানি আরও ভালভাবে স্বার্থের বিরোধ মীমাংসা করতে পারে।

বিশ্ব মন্দার পরিপ্রেক্ষিতে এ বছরের নোবেল অর্থনীতি পুরস্কার বিতরণ বিশেষ তাত্পর্যসম্পন্ন । বিশ্লেষকরা মনে করেন, এ বছরে নবেল অর্থনীতি পুরস্কার দু'জন বিজ্ঞানীকে বিতরণ করাকে বিশ্ব মন্দার পরিপ্রেক্ষিতে বাস্তবতার এক ধরনের প্রত্যাবর্তন ।

আর্থিক সংকটের ফলে বিশ্ব অর্থনৈতিক মহলে আরেক বার ব্যবস্থাপনার কাঠামোতে মনোযোগ দেয়া হয়েছে। কেবল এ পরিপ্রেক্ষিতেই অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার এ দু'জন বিজ্ঞানীকে বিতরণ করা হয়েছে।

এতক্ষণ একটি প্রতিবেদন শুনলেন। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অশেষ ধন্যবাদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040