দশ বছরের প্রস্তুতির পর চীনের দ্বিতীয় বোর্ড বাজার ২৩ অক্টোবর বিকেলে শেনচেনে চালু হয়েছে।
চীনের স্টক তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান শান ফু লিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, দ্বিতীয় বোর্ডের আনুষ্ঠিক চালু হচ্ছে চীনের পুঁজি বাজার সংস্কার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ তাত্পর্যসম্পন্ন বড় ঘটনা। এটা চীনের অর্থনীতির রূপান্তর ত্বরান্বিত করা এবং স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়নের চাহিদা মেটাবে। তিনি বলেন, দ্বিতীয় বোর্ড পুঁজি বাজারের সম্পদের উপযুক্ত বন্টন, বেসরকারি অর্থ সংগ্রহ, সামাজিক সম্পত্তি নবোদিত শিল্পে প্রদান এবং নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র লালন করাসহ শিল্পের কাঠামো সুবিন্যস্ত করার জন্য অনুকুল হবে।