২০০৯ সালের শেনজেন আন্তর্জাতিক শিল্প মেলা এ মাসের ২২ তারিখ শুরু হয়ে ২৫ তারিখ পর্যন্ত চলবে। সম্প্রতি এ মেলার উদ্যোক্তা ইউনিট সংবাদ মাধ্যমকে মেলার বিভিন্ন কাজের সর্বশেষ উন্নয়নের পরিস্থিতি এবং এবারের মেলার প্রধান বিষয়বস্তু ব্যাখ্যা করেছে।
এবারের মেলার সাংগঠিক কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা কুয়ান খুন লিন বলেছেন, শেনজেন প্রথম আন্তর্জাতিক শিল্প মেলার আয়তন ৬০ হাজার বর্গমিটার। এ পর্যন্ত ১১০০টি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় যোগ দেবে বলে সম্মতি জানিয়েছে। ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের ক্রয় দল ২ বিলিয়ন ইউয়ানের একটি তালিকা প্রদান করেছে।