চীনা গণ ব্যাংক ১২ জুন জানিয়েছে, এ বছরের দ্বিতীয় কোয়ার্টারে চীনের সামষ্টিক অর্থনীতির উষ্ণ সূচক টানা পাঁচ কোয়ার্টার হ্রাসের পর প্রথমবার পুনরুদ্ধার হয়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, চীনের সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে।
দ্বিতীয় কোয়ার্টারে চীনের সামষ্টিক অর্থনীতির উষ্ণ সূচক প্রথম কোয়ার্টারের চেয়ে ৭.৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে বাজার চাহিদা, অর্ডার, শিল্পপ্রতিষ্ঠানের বিক্রি ও অর্থ, মুনাফা ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রের সূচক সবই প্রথম কোয়ার্টারের চেয়ে কিছুটা বেড়েছে। তা ছাড়া শিল্পপতিদের ব্যাংকের ঋণদানের সন্তোষজনক সূচকও প্রথম কোয়ার্টারের চেয়ে ২.৭ শতাংশ বেড়েছে। এটা জরীপের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)