প্রধান অর্থনৈতিক খাত আবহাওয়া পরিবর্তন ফোরামের প্রস্তুতিমূলক সভা প্যারিসে অনুষ্ঠিত
প্রধান অর্থনৈতিক খাত জ্বালানি সম্পদ ও আবহাওয়া পরিবর্তন ফোরামের দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রী জেন লুইস বরলু উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আবহাওয়া পরিবর্তন যৌথভাবে মোকাবিলার জন্য জরুরী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে চলতি বছরের শেষ নাগাদ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠেয় জাতিসংঘ আবহাওয়া পরিবর্তন সম্মেলন শান্ত অর্থনীতির সূচনাস্থলে পরিণত হয়।
যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ব্রাজিল, ব্রিটেন, চীন , ফ্রান্স ও জার্মানীসহ প্রধান অর্থনৈতিক খাতগুলোর সংশ্লিষ্ট সদস্যরা এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন।