আর্থিক সংকট মোকাবিলা , অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে চীন সরকার গ্রামাঞ্চলের প্রচ্ছন্ন শক্তিকে কাজে লাগানোর ব্যপাক কার্যকর ব্যবস্থা নিয়েছে।
চীন সরকারের গ্রামাঞ্চলের কর্মকাণ্ড বিষয়ক গ্রুপের কর্মকর্তা থাং রেন চিয়ান ২৯শে জুন হংকংয়ে এ কথা বলেছেন।বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে ।
হংকংয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে থাং রেন চিয়ান আরো বলেন , চীন সরকার মূলভূভাগের কৃষি উত্পাদন ও কৃষকদের সমস্যা সমাধানের ওপর সবসময় সর্বাধিক গুরুত্ব আরোপ করে আসছে। হংকংয়ের শিল্পপতিরা চীনের মূলভূভাগের নিরাপদ খাদ্য ও পরিস্কার জ্বালানী উত্পাদন, কৃষি স্থাপনা নির্মান , আর্থিক প্রবাহ , পল্লীঅঞ্চলের পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন ।