|
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর কর্তৃপক্ষের ওয়েব-সাইট ২৩ জুন প্রকাশিত এক স্বাক্ষরযুক্ত প্রবন্ধে বলা হয়েছে, চীনের অর্থনীতির সবচে' কষ্টকর সময় ইতোমধ্যেই অতিক্রান্ত হয়েছে । পরবর্তী পর্যায়ের অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নয়ন করবে বলে অনুমান করা হচ্ছে। " পিপল ডেইলি পত্রিকা" সূত্রে এ খবর জানা গেছে।
প্রবন্ধে বলা হয়েছে, জি.ডি.পি'র তুলনা থেকে জানা গেছে, এবারের অর্থনীতির নিম্ন গামিনতা গত বছরের শেষ দিকে দেখায়। এ বছরের এপ্রিল ও মে মাসের প্রধান অর্থনৈতিক উন্নয়নের অবস্থা অনুযায়ী, দ্বিতীয় তৃতীয়াংশে জি ডি পি'র প্রবৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ হয়েছে বলে এর পুনরায় বেড়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে।
এ স্বাক্ষরযুক্ত প্রবন্ধে আরো বলা হয়েছে, জি ডি পি ও শিল্পের উত্পাদন বৃদ্ধি এবং লৌহ ও ইস্পাত উত্পাদনের পরিমানসহ বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনার প্রয়োজন রয়েছে। নতুন ও বড় সংকট না হলে মৌলিকভাবে স্থির করতে পারা যায় যে, চীনের অর্থনীতির সবচে' কষ্টকর সময় ইতোমধ্যেই অতিক্রান্ত হয়েছে । ---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |