|
সিনচিয়াংয়ের সমাজ বিজ্ঞান একাডেমীর গবেষক ওয়াং হাই ইয়ানের ১৬ই জুলাইর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া উরুমচি থেকে এ খবর পাঠিয়েছে ।
তবে চীনের খাদ্য ও তেল আমদানি-রফতানি কোম্পানির অধীনস্থ সিনচিয়াং কোকাকোলা কোম্পানির জেনারেল ম্যানেজার ছেং হোং পিন আশংকা প্রকাশ করে বলেছেন , তার কোম্পানির ব্যবসার ওপর পাঁচই জুলাইয়ের ঘটনার প্রভাব আরও প্রায় ছ'মাস থাকতে পারে ।
জানা গেছে , সুষ্ঠু অর্থনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সিনচিয়াংয়ের সব স্তরের গণ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে ।সিনচিয়াংয়ের পর্যটন ব্যুরো প্রতিদিন পর্যটক দলের প্রত্যেক সদস্যকে ১০ ইউয়ান করে ভর্তুক দেয়ার কথা ভাবছে । চীনের গণ ব্যাংকের উরুমচি শাখা পাঁচই জুলাইয়ের ঘটনার কারণে সাময়িক অসুবিধা ভোগকারী শিল্পপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |