|
রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ সালে চীনের নানা স্থানের প্রচুর নতুন প্রকল্প চালু হয়েছে। পুঁজিবিনিয়োগ বাড়ার গতি আরো দ্রুত হবে। অনুমান অনুযায়ী এ বছরে চীনে পুঁজিবিনিয়োগ বাড়ার গতি ২০০৮ সালের চেয়ে দ্রুত হবে। পাশাপাশি জনগণের ধারাবাহিক জীবনযাত্রা সমন্বিত করার ব্যবস্থা ভোগ ও উত্পাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টে আরো বলা হয়েছে, অর্থনীতির বৃদ্ধি ও হ্রাসের নিয়ম অনুযায়ী আগামী অর্থনীতি বাড়ানোর পর্যায়ে দ্রব্য মূল্য বাড়ানোর ক্ষেত্রে চাপ দেয়ার সম্ভাবনা রয়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তা অব্যাহতভাবে যথাপযুক্ত শিথিল অর্থনীতি বাস্তবায়ন করবে, অর্থনীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখবে এবং মুদ্রা ঋণ যথোপযুক্ত বৃদ্ধি ও কাঠামোর সমন্বয় ত্বরান্বিত করবে। যাতে অর্থনীতির ধীর ও দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
ছাই ইউয়ে
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |