২৯শে সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে , বিশ্বের অর্থনীতিতে চীনের অর্থনীতির অবদানের হার ১৯৭৮ সালের ২.৩ শতাংশ থেকে বেড়ে ২০০৭ সালে ১৯.২ শতাংশে দাঁড়িয়েছে । এ ক্ষেত্রে চীন বিশ্বের প্রথম স্থানে রয়েছে ।
পরিসংখ্যান অনুযায়ী , বিশ্বে চীনের জি ডি পি'র হার ১৯৬০ সালের ৪.৬ শতাংশ থেকে বেড়ে ২০০৮ সালে ৬.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে । এ ক্ষেত্রে চীন বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ।
চীনের ডি এন আই বিশ্বের গড় পড়তা মানের সঙ্গে পার্থক্য ক্রমাগতভাবে কমে যাচ্ছে । বিশ্ব ব্যাংকের ২০৯টি দেশ ও অঞ্চলের নাম তালিকায় চীনের স্থান ১৯৯৭ সালের ১৪৫ স্থান থেকে ২০০৮ সালের ১৩০তম স্থানে উন্নত হয়েছে । (শুয়েই ফেই ফেই)