চীন ও আফ্রিকার আধুনিক কৃষি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত দু'দিনব্যাপী এক সংলাপ ১৯ মে মধ্য চীনের হু পেই প্রদেশের উ হান শহরে শুরু হয়েছে। নাইজেরিয়া, নাইজার, ঘানা, কোটে-ডি ভবিসহ আফ্রিকার ২১টি দেশের কর্মকর্তাগণ ও শিল্পপতিরা এ সংলাপে অংশ নিয়েছেন। চীনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে তারা ধানসহ বিভিন্ন কৃষি পণ্য চাষ এবং রাসায়িক পণ্য উত্পাদনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়, চীনের আন্তর্জাতিক বাণিজ্যিক কমিটি, পশ্চিম আফ্রিকার দেশসমুহের ফেডারেল কমিটি, মধ্য আফ্রিকার দেশসমুহের ফেডারেল কমিটি এবং হু পেই প্রদেশের উ হান পৌর সরকারের যৌথ উদ্যোগে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।