Web bengali.cri.cn   
ই'ইউ'র কৃষি কমিটির সদস্যরা শাংহাইয়ে ইউরোপীয় খাবার সম্প্রসারণ করছেন
  2009-10-05 19:41:14  cri
১০ম চীনের আন্তর্জাতিক খাদ্য ও পানীয়ের এক প্রদর্শনী ১৯ মে শাংহাইয়ের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে। ই'ইউ'র কৃষি ও গ্রামের উন্নয়ন বিষয়ক কর্মকর্তা ম্যারিয়ান ফিশার বার্লে প্রদর্শনী স্থলে ইউরোপীয় খাবারের পরিচিতি দিয়েছেন।

মারিয়ান ফিশার বার্লে বলেন, চীন ও ইউরোপের মধ্যে খাদ্য বিষয়ক বাণিজ্যের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। তাঁর এবারের চীন সফরের লক্ষ্য হচ্ছে দু'পক্ষের কৃষি পণ্যের বাণিজ্য ত্বরান্বিত করা। এ প্রদর্শনীতে ইউরোপীয় দেশগুলোর ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে, ইতালি, ফ্রান্স ও পোর্টুগিজের রেড ওয়াইন, স্পেনের জলপাইর তেল এবং জার্মানির জ্যাম ইত্যাদি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040