মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি এ কিসিঞ্জার সম্প্রতি দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, আজকের চীন ও বিশ্ব ব্যাপক পরিবর্তন হয়েছে। চীন আন্তর্জাতিক ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সক্রিয় সহযোগিতামূলক সম্পর্ককে তিনি প্রেরণাদায়ক বলে মনে করেন। তিনি বলেন, সম্প্রতি তিনি দু'দেশের কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ সংক্রান্ত সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি দু'দেশের সম্পর্ক উন্নয়নের ইতিহাস প্রত্যক্ষ করেছেন।
তিনি মনে করেন, আন্তর্জাতিক ব্যাপারে জি-২০ জি-৮ এর স্থলাভিসিক্ত করা হচ্ছে। ভবিষ্যতে জি-২০ আন্তর্জাতিক ব্যাপারে বন্দোবস্তুর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হবে।(লিলু)