|
বিশ্বের অর্থনীতি সংকট মোকাবিলার নীতি সম্পর্কিত দু'দিনব্যাপী ফোরাম স্থানীয় সময় ৩০ আগষ্ট রাতে স্লোভানিয়ার বিখ্যাত্ পর্যটন স্থান ব্লেদ হ্রদে অনুষ্ঠিত হয়েছে। কালকানসহ বিশ্বের বিভিন্ন স্থানের ৪১৫জন রাজনীতি ও অর্থনীতিবিদ এবারের ফোরামে অংশ নিয়েছেন। তাঁরা কিভাবে বর্তমান অর্থনীতি ও ব্যাংকিং সংকটের কবল থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন।
এদিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক দেশ স্লোভানিয়ার প্রেসিডেন্ট দানিলো তুর্ক তাঁর ভাষণে জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনৈতিক সংকটের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সহযোগিতা জোরদার করা। তিনি আরো বলেছেন, সংকট থেকে উন্নয়নের দিকটিতেও পরিবর্তন আনা উচিত। পাশাপাশি বিভিন্ন দেশের উচিত অর্থনৈতিক সংকট মোকাবিলার নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব আরো জোরদার করা ।
ফোরামে অংশগ্রহণকারীরা বলকান অঞ্চলের অর্থনীতির সমস্যা নিয়ে দু'টি বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন। এছাড়া, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। যাতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি জোরদার করা যায়। (ছাই ইউয়ে)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |