জি-২০'র সদস্য দেশগুলোর গৃহীত বেশ কিছু ব্যবস্থায় বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছেঃ ওবামা
২৫ সেপ্টেম্বর পিটসবার্গে জি-২০ শীর্ষ বাণিজ্য সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে লন্ডন শীর্ষ সম্মেলন থেকে জি-২০'র সদস্য দেশগুলো আর্থিক সংকট মোকাবেলার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এসব ব্যবস্থায় বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে এবং ভবিষ্যতে সমৃদ্ধ হওয়ার জন্য ভিত্তি স্থাপন করেছে।
ওবামা বলেছেন, সদস্য দেশগুলোর সমন্বিত অভিযান চালানোর ফলে দশ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক উত্পাদন হ্রাসের ব্যাপারে বাধা দিয়েছে এবং বাণিজ্যিক বাজার স্বাভাবিক পর্যায়ে পুনরুদ্ধার হয়েছে। ভবিষ্যতে অর্থনীতি দীর্ঘদিনের সমৃদ্ধ সুরক্ষার জন্য এবার শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার নতুন কাঠামো গড়ে তুলেছে।(লিলু)