Web bengali.cri.cn   
বিশ্ব অর্থনীতি পুনরুত্থানের ইঙ্গিত দেখা দিয়েছেঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2009-10-05 17:41:01  cri

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সর্বশেষ 'বিশ্ব অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনা রিপোর্ট' প্রকাশ করেছে। এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্ব অর্থনীতির পুনরুত্থানের ইঙ্গিত দেখা দিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক ও পারস্পরিক সমন্বয়সম্পন্ন হস্তক্ষেপ নীতি চালু করেছে, তা বিশ্বের অর্থনীতির চাহিদা চাঙ্গা করে তুলেছে, বিশ্ব আর্থিক বাজারে বিদ্যমান অনিশ্চিত ও ব্যবস্থামূলক ঝুঁকি কমিয়েছে। ফলে গভীরভাবে পতন হওয়া বিশ্ব অর্থনীতি পুনরুত্থানের ইঙ্গিত দেখা দিয়েছে।

রিপোর্টে অনুমান করা হয়েছে, এ বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার হবে মাইনাস ১.১ শতাংশ। কিন্তু আগামী বছর তা পরিবর্তন হয়ে ৩.১ শতাংশ প্রবৃদ্ধির হার বাস্তবায়িত হবে।

রিপোর্টে আরো বলা হয়েছে, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে অভ্যাহতভাবে প্রবল বৃদ্ধির প্রবণতা বজায় থাকবে। চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার চলতি ও আগামী বছর হবে যথাক্রমে ৮.৫ ও ৯ শতাংশ। ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে যথাক্রমে ৫.৪ ও ৬.৪ শতাংশ। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040