সম্প্রতি চীনের ব্যাংক তত্ত্বাবধান ও পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে চীনের ব্যাংক শিল্পের বাণিজ্যিক সংস্থার অর্থ স্থিতিশীলভাবে বাড়ানো হয়েছে। ২০০৯ সালের জুন মাসের শেষ পর্যন্ত চীনের ব্যাংক শিল্পের মোট পরিমাণ ছিল ৭৩.৭ ট্রিলিয়ন ইউয়ান। এ সংখ্যা ১৯৭৮ সালের তুলনায় ৩৮৮ গুণ। প্রতি বছর গড়পরতা উন্নয়নের হার ২১.২ শতাংশ।
তাছাড়া, চীনের ব্যাংক শিল্প বৈদেশিক উন্মুক্তকরণের মানও অব্যাহতভাবে উন্নত হয়েছে। ২০০৮ সালের শেষে ৪৬টি দেশ ও অঞ্চলের ১৯৬টি ব্যাংক চীনে ২৩৭টি প্রতিনিধি সংস্থা গড়ে তুলেছে।