সম্প্রতি চীনের জাতীয় বেতার ও টেলিভিশন ব্যুরো সূত্র থেকে জানা গেছে, নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে চীনের বেতার ও টেলিভিশনের আন্তর্জাতিক প্রভাব অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চল চীনের বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান শুনতে বা দেখতে পারে।
জানা গেছে, সিসিটিভির অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি। চীন আন্তর্জাতিক বেতার ৫৩টি ভাষায় বৈদেশিক বেতার ব্যবস্থায় পরিণত হয়েছে।
তাছাড়া, নেপাল, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশ ও অঞ্চল চীনের সীমান্ত এলাকা ও কিছু প্রদেশের স্থানীয় টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পারে।