Web bengali.cri.cn   
পেইচিংয়ের পিং কু উপকণ্ঠের স্থানী সরকার শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতরের বসানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে
  2009-10-05 17:02:52  cri

    পিং কু অঞ্চল পেইচিংয়ের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। এটি পেইচিংয়ের প্রধান অঞ্চল থেকে ৭০ কিলোমিটারের মত দূরে। বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০টি শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতরসহ পি কু'তে অনেক কোম্পানির সদর দফতর রয়েছে। আরও বেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে পিং কুতে সদর দফতর স্থাপন করতে পারে সে জন্য পিং কু অঞ্চলে অবকাঠামোগত ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।

    "সদর দফতরের অর্থনীতি'র অর্থ হচ্ছে বিশিষ্ট সম্পদ থাকার কারণে সদর দফতর স্থাপন করতে আকর্ষণ করা এমন অঞ্চল। এ অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানের মূল্য এবং আঞ্চলিক সম্পদ সংযুক্ত হয়ে অথনৈতিক মূল্য সৃষ্টি হয়। পেইচিংয়ের সামাজিক ও বিজ্ঞানএকাডেমীর অর্থনীতি বিভাগের পরিচালক চাও হোং "সদর দফতর সম্পর্কে বলেন, "একটি বিশিষ্ট অঞ্চলে সদর দফতর স্থাপন করলে এ সদর দফতরের চাহিদা সার্বিকভাবে মেটানো যায়। একই সঙ্গে এ শিল্পপ্রতিষ্ঠানের শাখা অন্য অঞ্চলে স্থাপিত হলে সে অঞ্চলের সম্পদ ভালো করে ব্যবহার করা যায়। এ দু'অঞ্চলের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে শিল্প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে এমন পদ্ধতির নামই 'সদর দফতরের অর্থনীতি'।

    বর্তমানে চীনের বড় বড় নগরের প্রধান অঞ্চলে বাড়ির উচ্চ মূল্য ও যানজট বিভিন্ন সমস্যা প্রকট হয়ে উঠেছে। বিশাল প্রেশরের মুখে পড়েছে শিল্পপ্রতিষ্ঠান। শিল্প্রপ্রতিষ্ঠানের আরও দ্রুত ও ভালো উন্নয়নের জন্য তারা সদর দফতর উপকণ্ঠে স্থাপন করে। এতে শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতর অবস্থিত জায়গা কর, কর্মসংস্থান ও পুঁজির ক্ষেত্রে কল্যাণ পাবে।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ৩০ বছর ধরে চীনের তৈরী শিল্পের অনেক উন্নতি হয়েছে। তবু আঞ্চলীক ভারসাম্যহীনতা রয়েই গেছে। নগর থেকে শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতর উপকণ্ঠে স্থাপন করলে একদিকে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকারিতা উন্নীত হবে। অন্য দিকে মাঝারি এবং ক্ষুদ্র শহরের উন্নয়নও ত্বরান্বিত হবে। এ সম্পর্কে চাও হোং বলেন, (রেকডিং ২) "আঞ্চলীক পার্থক্যের কথা বিবেচনা করে আমরা সদর দফতরের অর্থনীতির পদ্ধতির উন্নয়ন করি। প্রধান শহর, মহানগরে শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতর স্থাপিত হয়। মাঝারি ও ক্ষুদ্র শহরে প্রধানত প্রক্রিয়াকরণের কাজ চলে। এমন পদ্ধতিতে শিল্পপ্রতিষ্ঠান জনশক্তি এবং তথ্যসহ বিভিন্ন সুবিধা কাজে লাগাতে পারে এবং বিভিন্ন আকারের শহরের যৌথ উন্নয়নের জন্য অনুকূল হয়ে থাকে। পেইচিংয়ের পিং কু অঞ্চলে এ সুবিধা রয়েছে। রাজধানী প্রাকৃতিক উন্নয়ন অঞ্চল হিসেবে, পিং কু উত্তর-পূর্ব চীনের সবুজ বাধা এবং জাতীয় পর্যায়ের প্রাকৃতিক দৃষ্টান্তমূলক অঞ্চল। এখানে ৬৩শতাংশ বন রয়েছে। যা পেইচিংয়ে শহরের শীর্ষ স্থানে রয়েছে। এ অঞ্চলের গভর্নর ছিউ সুই পিং বলেন,  "পিং কু অঞ্চলে পাহাড়, নদনদী ও প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। এতে শিল্পপ্রতিষ্ঠানের সবুজ পরিবেশে কাজ করার চাহিদা মেটানো যায়।

    তা ছাড়া, পিং কু থেকে পেইচিংয়ের প্রধান এলাকায় যেতে গাড়িতে মাত্র ৩৫ মিনিট লাগে। রাজধানী বিমান বন্দরে যেতে ২০ মিনিট লাগে এবং থিয়ান চিন যেতে লাগে মাত্রএক ঘণ্টা। পিং কু'তে আছে বন্দর, করমুক্ত অঞ্চল ও রেলওয়ে স্টেশন। সুবিধাজনক পরিবহনের জন্য এখানকার মালামাল পরিবহণের ব্যয় অনেক কম। তাছাড়া, পিং কু অঞ্চলে ওয়াবসাইটের মান অনেক উচুঁ। শিল্পপ্রতিষ্ঠানের তথ্যের চাহিদাও মেটানো যায়। বর্তমানে পিং কু অঞ্চলে প্রাকৃতিক সদর দফতরের অর্থনীতির অঞ্চল নির্মান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সম্মেলনের জন্য বড় আকারের ব্যবস্থাপনা এবং শিল্পপ্রতিষ্ঠানের সদর দফতরের জন্য কার্যকরি ও পরিস্কার নতুন জ্বালানি সরবরাহ করা। যাতে সব সদর দফতর সবুজ পরিবেশে কাজ করতে পারে। চিউ সুই পিং বলেন,  "পিং কু অঞ্চলে সকল প্রধান অঞ্চলের মত কার্যালয়ের ব্যবস্থাপনা, শ্রেষ্ঠ জনশক্তি এবং সুবিধাজনক পরিবহন উপভোগ করতে পারার পাশাপাশি কার্যালয় থেকে সরাসরি পাহাড় ও নদনদীর দৃশ্যও উপভোগ করা যায়। সবুজ পরিবেশের কাজ করা এবং প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন একই সঙ্গে এগিয়ে যাবে।

    লুং চি বিদ্যুত্ কোম্পানি প্রধানত জৈব চালিক বিদ্যুত কারখানা নির্মান করে। ২০০৪ সালের জানুয়ারী মাস থেকে লুং চি বিদ্যুত্ কোম্পানি পিং কু অঞ্চলে তার সদর দফতর স্থাপন করেছে। বর্তমানে এ কোম্পানির মোট বিনিয়োগ ১০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে এবং কর্মীর সংখ্যা ৪২ হাজারে দাঁড়িয়েছে। এ কোম্পানির প্রেসিডেণ্ট চিয়াং তা লুং বলেন, "আমি ও আমার কোম্পানির সকল কর্মীরা মনে করেন, পিং কু খুব ভালো একটি অঞ্চল। এখানে সবুজ গাছপাতা, সুবিধাজনক পরিবহন, ভালো পরিচালনা এবং এখানকার জনগণ অনেক ভালো। পিং কু অঞ্চল হচ্ছে পেইচিং শহরের প্রথম সদর দফতর অবস্থিত প্রশাসনিক অঞ্চল। বর্তমানে এ অঞ্চল পার্ক নির্মান, প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি ও সদর দফতর স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে। বিমান বন্দরে যাওয়ার রেলওয়ে, বাণিজ্যিক হোটেল ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ বিভিন্ন ব্যবস্থাপনা নির্মান সম্পন্ন হলে এ অঞ্চলের সুবিধা আরও উন্নত হবে। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040