Web bengali.cri.cn   
হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলো কুয়াং তোং প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চালিকা শক্তি
  2009-10-05 17:02:52  cri
    চীনের প্রণিত সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়িত হওয়া অঞ্চলের মধ্যে দক্ষিণ-পূর্ব উপকূলীয় কুয়াং তোং প্রদেশ অন্যতম। গত ৩০ বছর হংকং, ম্যাকাও ও তাইওয়ানের পুঁজি বিনিয়োগের ফলে কুয়াং তোং প্রদেশ আগের কৃষি প্রধান প্রদেশের পরিবর্তে চীনের প্রথম শ্রেণীর অর্থনৈতিক প্রদেশে পরিণত হয়। কুয়াং তোং প্রদেশের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানও এ প্রদেশের উন্নয়নে অবদান রেখেছে।

    ৩০ বছর আগে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রণয়নের শুরু থেকেই চীন সরকার কুয়াং তোং প্রদেশে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। কুয়াং তোং প্রদেশ প্রথম পুঁজি সংগ্রহ শুরু করেছে। এ প্রদেশ সংলগ্ন হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলের প্রতিষ্ঠানগুলো প্রথমে কুয়াং তোং এসে শিল্প কারখানা স্থাপন করে।

    পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালের শেষ দিক পর্যন্ত কুয়াং তোং প্রদেশে বৈদেশিক পুঁজির পরিমাণ ছিল এক ট্রিলিয়ন ৯০ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৮০ শতাংশই আসে হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে। বর্তমানে কুয়াং তোংয়ে এ তিনটি অঞ্চলের মোট ১ লাখ ২০ হাজারটি প্রকল্প রয়েছে। কুয়াং তোং হচ্ছে প্রক্রিয়াজাতকরণ ঘাঁটি এবং হংকং, ম্যাকাও ক্রয়-বিক্রয় ও পরিচালনা কেন্দ্র। এখন "সামনে দোকান এবং পিছনে কারখানা"- বিশেষ সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    কুয়াং চৌ জেন থাই গ্রুপ পুতুল ও ক্ষদ্র বিদ্যুত্ যন্ত্র প্রস্তুতকরণ করে। ১৯৮৩ সালে কুয়াং চৌ শহরে কারখানা স্থাপনের সময় এ কোম্পানি খুব ছোট ছিল। ২০ বছর ধরে উন্নয়নের পর এ কোম্পানি বর্তমানে বিশ্বের বিখ্যাত গোষ্ঠির মধ্যে অন্যতম। এ কারখানায় ২০ বছর ধরে কর্মরত উপমহাপরিচালক মাদাম চিয়াও বলেন, "প্রথম দিকে এখানে ছিল সব কৃষি খাত। কোন বাণিজ্যিক কাঠামো ছিল না। আমাদের কারখানার মূল্য ছিল মাত্র ২ লাখ হংকং ডলার এবং সদস্য সংখ্যা ছিল ২০জন। বহু বছরের উন্নয়ন প্রচেষ্টার পর বর্তমানে আমাদের কর্মীর সংখ্যা ৩০ হাজার এবং বার্ষিক উত্পাদনের পরিমাণ ৩০০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে।

    জেন থাই কোম্পানি প্রধানত ইলেক্ট্রনিক পণ্য, প্লাসটিক, শিশু পুতুল প্রস্তুত করে এবং প্রধানত ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানী করে। যুক্তরাষ্ট্রে পণ্যের মান ও নিরাপত্তার ক্ষেত্রে কড়া নিয়ম রয়েছে। জেন থাই কোম্পানির পণ্যগুলোর গুণগতমান ও সুন্দর ডিজাইনের জন্য সে দেশগুলোতে খুবই জনপ্রিয়। আমাদের সংবাদদাতা দেখেছেন, জেন থাই কোম্পানি কড়াকড়িভাবে পণ্যমাল পরীক্ষা করে। যুক্তরাষ্ট্র ও ইইউ'র চেয়ে এ পরীক্ষা আরও কঠিন। জেন থাই কোম্পানি লিমিটেডের উপমহাপরিচালক চিয়াও ইয়ান সিয়াং বলেন, "আমাদের পণ্য কঠিন পরীক্ষার মাধ্যমে উত্পাদিত হয়েছে। আমাদের নিজের ল্যাব আছে, যেখানে আমরা পণ্য নিয়ে ফিজিক্যাল ও কেমিক্যাল কঠিন পরীক্ষা করি। আমরা প্রধানত প্রযুক্তি ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য পরীক্ষা-নিরিক্ষা করি।

    ২০ বছর ধরে উন্নয়নের পর, জেন থাই কোম্পানি কুয়াং তোং, হংকং ও ম্যাকাও পুতুল প্রস্তুতকারী শিল্প শক্তিশালী কোম্পানিতে পরিণত হয়েছে। ৩২০ হাজার বর্গ মিটার আয়তনে এ কোম্পানির কর্মীর সংখ্যা এখন ৩৫ হাজারে দাঁড়িয়েছে।

    জেন থাই কোম্পানির মতো হংকং, ম্যাকাও ও তাইওয়ানের অনেক শিল্পপ্রতিষ্ঠান কুয়াং তোং প্রদেশে প্রবেশ করেছে। এ কোম্পানিগুলোর প্রায় সবগুলোই বস্ত্র শিল্প, পোষাক ও পুতুল প্রস্তুতকারী কোম্পানি। তারা স্থানীয় অঞ্চলে সস্তা জমি ও জনশক্তির সুবিধা কাজে লাগিয়ে বিদেশে পণ্য রপ্তানি করে।

    কুয়াং তোং প্রদেশের বৈদেশিক বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক উ চুন মনে করেন, এ সব কোম্পানি শুধু কুয়াং তোং প্রদেশ নয়, গোটা চীনের বিভিন্ন প্রদেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, "প্রক্রিয়াজাতকরণ বাণিজ্য কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    ঐতিহ্যবাহী শিল্পের তুমুল প্রতিযোগিতার ফলে হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শিল্পগুলো অন্য দিকেও দৃষ্টি রাখছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্পে বেশি পুঁজি বিনিয়োগ শুরু করেছে। এর ফলে কুয়াং তোং প্রদেশের হাইটেক-প্রযুক্তি দ্রুত বিকশিত হয়েছে।

    তাইওয়ানের তাই তা ইলেক্ট্রনিক গ্রুপ একটি ওয়েব যোগাযোগ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারযোগ্য পণ্য প্রস্তুতকরণকারী কোম্পানি। এ কোম্পানির বিক্রির পরিমাণ এখন বিশ্বের প্রথম সাড়িত রয়েছে। ১০ বছর আগে এ কোম্পানি কুয়াং তোং প্রদেশের তোং কুয়ান শহরে কারখানা স্থাপন করতে আসে। বর্তমানে তোং কুয়ান তাই তা ইলেক্ট্রনিক কোম্পানি লিমিটেডের কর্মীর সংখ্যা ২০ হাজার এবং এ কোম্পানির উত্পাদনের পরিমাণ প্রতি বছর ৪০ শতাংশ করে বেড়েছে।

    তাই তা ইলেক্ট্রনিক কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট জেং চি চিয়ান মনে করেন, চীনের মূলভূভাগে কারখানা স্থাপনের পর তাই তা ইলেক্ট্রনিক কোম্পানির টেকসই উন্নয়নের চালিকা শক্তি পেয়েছে এবং এ থেকে উপকৃত হয়েছে। তিনি বলেন, "এ কোম্পানি প্রতি বছর উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে। এখানে আমাদের কারখানা সুষ্ঠুভাবে চলছে। প্রতিবছর এ কারখানার রপ্তানির পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার।

    গত কয়েক বছর হংকং, ম্যাকাও ও তাইওয়ানের আরও বেশি বড় বড় শিল্পপ্রতিষ্ঠান কুয়াং তোং প্রদেশে পুঁজি বিনিয়োগ করতে আসে। ২০০৮ সালে বিশ্বের অর্থ সংকটের প্রেক্ষাপটে বড় চ্যালেঞ্জের মুখে পড়লেও অভ্যন্তরীণ চাহিদাসহ চীন সরকারের ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের কারণে এ কোম্পানিগুলো উন্নয়নের নতুন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040