Web bengali.cri.cn   
তাইওয়ান প্রণালীর দু'তীরের আর্থ-বাণিজ্যিক বিনিময়ের উদ্যোগ গ্রহণ করেছেন চাং পিং চাও
  2009-10-05 16:48:09  cri
   "১৯৯০ সালের জুলাই মাসে আমি তাইওয়ানের ছ'শ শিল্পপতিকে নিয়ে পেইচিংয়ে প্রণালীর দু'তীরের আর্থ-বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করেছি। এটি দু'তীরের সবার মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। এর পর থেকেই দু'তীরের পারস্পরিক আদান প্রদান শুরু হয়"।

    যিনি এ কথা বলেছেন, তিনি হচ্ছেন ৭০ বছর বয়সী তাইওয়ানের বাণিজ্য সমিতির চেয়ারম্যান চাং পিং চাও। ১৯বছরের সময়ের কথা স্মরণ করে তিনি উপরোক্ত কথা বলেছেন। চাং পিং চাও-এর প্রথম মূলভূভাগ সফরের পর তাইওয়ানের অনেক ব্যবসায়ী কষ্ট করে সে সময় চীনের মূলভূভাগে পুঁজি বিনিয়োগ করতে যেতেন। কিন্তু তাইওয়ানের স্থানীয় সরকার মূলভূভাগে ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগকে নিষিদ্ধ করে। চাং পিং চাওয়ের প্রতিনিধি দলের প্রথম মূলভূভাগ সফরের পর দু'তীরের অর্থ-বাণিজ্য ক্ষেত্রে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়।

    ১৯৯০ সালে চাং পিং চাও গণ প্রতিনিধি এবং কুও মিন তাং পার্টির কেন্দ্রীয় কমিশনার ছিলেন। ১৯৮৭ সালে প্রবীণ সৈন্যরা নিজেদের জন্মভূমিতে আত্মীয়স্বজনকে দেখতে যান। সৈন্য ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে দেখা হওয়ার মুগ্ধ দৃশ্য দেখে চাং পিং চাও-এর মনে অনেক অনুভূতি জাগ্রত হয়। তিনি দৃঢ়তার সঙ্গে দু'তীরের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "১৯৮৯ সালে আমি দু'তীরের যোগাযোগ ত্বরান্বিত করার কাজ শুরু করি। ১৯৮৯ সালে হংকংয়ে তাইওয়ান প্রণালীর দু'তীরের বাণিজ্যিক সমন্বয় সমিতি এবং মূলভূভাগের বাণিজ্যিক সমিতিও হংকংয়ে গঠিত হয়। এ দু'টি সমিতি হংকংয়ে 'দু'তীরের একটি আর্থ-বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে। যা দু'তীরের যোগাযোগ শুরু হওয়ার একটি প্রতীকমূলক পত্র"।

     দু'তীরের সম্পর্কের উন্নয়নের প্রেক্ষাপটে এবং চাং পিং চাওসহ প্রতিনিধিত্বকারী অর্থনীতিবিদদের চেষ্টায় তাইওয়ানের স্থানীয় সরকার ১৯৯০ সালে চীনের মূল ভূভাগে তাইওয়ানের ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগে অনুমোদন দেয়। এরপর তাইওয়ান এবং মূলভূভাগের মধ্যে যোগাযোগ বৈধ হয়ে যায়।

    তাইওয়ানের স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দু'তীরের আর্থ-বাণিজ্যিক যোগাযোগের বিষয়টি উষ্ণতার ভরে উঠে। সে পরিস্থিতিতে ১৯৯০ সালের জুলাই মাসে চাং পিং চাও-এর নেতৃত্বে ছয়শ জনকে নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল মূলভূভাগে সফরে আসেন। প্রথমবার সফরের পর চাং পিং চাও প্রায়ই দু'তীরে যাওয়া আসা করা শুরু করেন। তিনি বলেন, "১৯৯০ সালের পর প্রতি বছর আমি দু'বার আলোচনা সম্মেলনে অংশ নিতে আসি। তাইওয়ানের অনেক ব্যবসায়ীরই মূলভূভাগের ওপর ধারণা নেই। সেজন্য আমি প্রতিনিধি দল নিয়ে মূলভূভাগে আসি। কোনো চুক্তি বা পুঁজি বিনিয়োগ করেছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রধান লক্ষ্য তাইওয়ানীদের চীনের মূলভূভাগের কিছু ধারণা দেয়া। মূলভূভাগের বড় আয়তনে পুঁজি বিনিয়োগ করার যোগ্য স্থান অনেক আছে। সেজন্য প্রতি বছর আমি বড় আকারের প্রতিনিধি দল নিয়ে আসি। সাধারণত দলের সদস্য সংখ্যা দু থেকে তিনশ থাকে। আমরা অনেক জায়গা ঘুরে দেখেছি।

    চাং পিং চাও-এর নেতৃত্বে তাইওয়ানের ব্যবসায়ীরা চু চিয়াং নদীর বদ্বীপ অঞ্চল থেকে ইয়াং চি নদীর বদ্বীপ অঞ্চল, সাগরীয় অঞ্চল থেকে মধ্য পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন। তাঁরা প্রায় মূলভূভাগের সবটাই ভ্রমণ করেছন। এখনো তিনি তাইওয়ানের আরও বেশি জনগণকে মূলভূভাগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং দু'তীরের শিল্প মহলের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    মূলভূভাগে পুঁজি বিনিয়োগ করতে তাইওয়ানের ব্যবসায়ীদের সহায়তার পাশাপাশি চাং পিং চাও শাং হাই, কুয়াং তোং, থিয়ান চিন এবং ছিন তাওসহ বিভিন্ন শহরে নিজের কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন। সেজন্য তিনি ঘন ঘন মূলভূভাগ সফরে আসেন।

    গত ১৯ বছর তিনি কত বার যে মূলভূভাগে এসেছিলেন? এ সম্পর্কে তিনি বলেন, ঠিক কতবার যে মূলভূভাগে এসেছিলাম, তা সঠিকভাবে বলা মুস্কিল। সম্ভবতঃ দু'শ বারেরও বেশি।

    তাইওয়ানের স্থানীয় সরকারের চাপের সম্মুখীন হলেও চাং পিং চাও-এর মতো দু'তীরের যোগাযোগ ত্বরান্বিতকারী অনেকের চেষ্টায় দু'তীর উন্মুক্ত হয়ে উঠেছে। নিজের এ অবদানের কথা উল্লেখ্য করার সময় তিনি সবিনয়ে বলেন, "একজন উদ্যোগ গ্রহণকারী হিসেবে আমি খুব গৌরব বোধ করি। দু'তীরের যোগাযোগ ত্বরান্বিত কাজে কিছুটা বিলম্ব থাকবেই। কেউ যদি এ কাজ না করে, তাহলে সমাজের অগ্রগতি হবে না। যিনি প্রথম উদ্যোগ গ্রহণ করেন, তাঁকে অবশ্য অনেক কষ্ট করতে হয়। সবাই যদি মনোযোগ দিয়ে এ কাজ করে যান, তাহলে সমাজের শান্তি ও অগ্রগতি অর্জন অবশ্যই সম্ভব।

    বর্তমানে তাইওয়ানের ব্যবসায়ীরা দু'তীরে অবাধে যাতায়াত করতে পারেন। তবুও চাং পিং চাও আগের মতোই তার কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দ্রুত বিশ্বায়নের প্রেক্ষাপটে দু'তীরের উচিত আর্থ-বাণিজ্যিক বিনিময় জোরদারের জন্য যথাসাধ্য চেষ্টা চালানো।(ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040