|
কঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
কঃ শিহাব, গত ক্লাসে আমরা শিখেছিলাম 'কে কোথায় আছে' চীনা ভাষায় কিভাবে বলতে হয়। আজকে আমরা অমুক জায়গায় কিভাবে যেতে হয় শিখাবো, কেমন?
খঃ হ্যাঁ, খুব ভাল হয়। কোনো নতুন জায়গায় গেলে নির্দিষ্ট স্থান খুঁজে পাওয়ার উপায় শিখে নেওয়া খুব প্রয়োজন।
কঃ চলুন তাহলে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
খঃ ছিং ওয়েন, ছাং ছেং ফান দিয়ান জাই নালি?
কঃ ছাং ছেং ফান দিয়ান জাই তুং পিয়ান।
খঃ জেন মা জৌ?
কঃ জি জৌ, দি ই কা শি জি লু খো ইয়ো কুয়াই।
খঃ রান হো না?
কঃ রান হো জি জৌ তা ইউয়ে উ পাই মি। থা জাই মা লু ইয়ো পিয়ান।
খঃ হাও দ্য। শিয়ে শিয়ে।
**********
কঃ শিহাব, আপনি যদি কারোর কাছে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করতে চান, তাহলে প্রথমে কী বলতে হবে?
খঃ তাহলে প্রথমে বলতে হবে, দয়া করেন। আমরা আগেই শিখেছি চীনা ভাষায় বলা হয় 'ছিং ওয়েন'।
কঃ হ্যাঁ, ঠিক বলেছেন। 'ছিং ওয়েন', আমি কি একটু জিজ্ঞাস করতে পারি। চীনের একটি বিখ্যাত রেস্তোরাঁ আছে, যার নাম 'ছাং ছেং ফান দিয়ান'।
খঃ 'ছাং ছেং' আমি জানি, এটা হলো চীনের সুবিখ্যাত মহাপ্রাচীর। 'ফান দিয়ান' মানে কী?
কঃ 'ফান দিয়ান' মানে রেস্তোরাঁ। 'ছাং ছেং ফান দিয়ান' মানে মহাপ্রাচীর নামক রেস্তোরাঁ।
খঃ আচ্ছা, এ রেস্তোরাঁর খাবারের তালিকা কি মহাপ্রাচীরের মতো লম্বা?
কঃ তা জানি না। 'ছাং ছেং' চীনের খুব বিখ্যাত একটি বিষয়। তাই হয়তো তার নামে এই রেস্তোরাঁর নামকরণ করা হয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি যদি ছাং ছেং ফান দিয়ান কোথায় জিজ্ঞেস করতে চান, তাহলে বলতে পারেন 'ছাং ছেং ফান দিয়ান জাই নালি?'
খঃ আচ্ছা, 'ছাং ছেং ফান দিয়ান জাই নালি?' ছাং ছেং রেস্তোরাঁ কোথায়?
কঃ হ্যাঁ, সেটি যদি আপনার পূর্ব দিকে থাকে, তাহলে চীনা ভাষায় বলা হয়, 'ছাং ছেং ফান দিয়ান জাই তুং পিয়ান'।
খঃ মহাপ্রাচীর রেস্তোরাঁ পূর্ব দিকে, চীনা ভাষায় বলা হয়, 'ছাং ছেং ফান দিয়ান জাই তুং পিয়ান'।
কঃ হ্যাঁ। আপনি যদি আরো জিজ্ঞেস করতে চান, 'কীভাবে যাবো', তাহলে চীনা ভাষায় বলতে পারেন 'জেন মা জৌ?' 'জেন মা' মানে কিভাবে, 'জৌ' আমরা আগেই শিখেছি, মানে যাওয়া অথবা হাঁটা।
খঃ আচ্ছা, কিভাবে যাবো, চীনা ভাষায় বলা হয় 'জেন মা জৌ'। 'জেন মা' মানে কিভাবে, 'জৌ' মানে যাওয়া অথবা হাঁটা।
কঃ সোজা যান, তারপর প্রথম চৌরাস্তার ডানে যান। সোজা যান, চীনা ভাষায় আমরা আগেই শিখেছি, 'জি জৌ'।
খঃ হ্যাঁ, সোজা যান চীনা ভাষায় বলা হয় 'জি জৌ'। তারপর প্রথম চীনা ভাষায় কিভাবে বলা হয়?
কঃ প্রথম, চীনা ভাষায় বলা হয় 'দি ই কা'।
খঃ ও, আচ্ছা, প্রথম চীনা ভাষায় বলা হয় 'দি ই কা'। আর যদি বলতে চাই 'আমি প্রথম' সেটা চীনা ভাষায় কি 'ওয়া শি দি ই কা'?
কঃ হ্যাঁ, বোঝা যায়, আপনি সব সময় প্রথম হতে চান। হ্যাঁ, ঠিক বলেছেন, 'ওয়া শি দি ই কা', আমি প্রথম।
খঃ আচ্ছা। তারপর চৌরাস্তা, চীনা ভাষায় কিভাবে বলা হয়?
কঃ চৌরাস্তা চীনা ভাষায় বলা হয় 'শি জি লু খো'। 'শি' আমরা শিখেছি, সংখ্যা দশ। আর 'জি' মানে শব্দ। চীনা ভাষায় 'দশ' শব্দটি দেখলে মনে হয় দুটি রাস্তা ক্রস করেছে। তাই চৌরাস্তাকে চীনা ভাষায় বলা হয় 'শি জি লু খো'।
খঃ ও, আচ্ছা, চৌরাস্তা দেখতে চীনা শব্দ-দশ-এর মতো। তাই চৌরাস্তাকে চীনা ভাষায় বলা হয় 'শি জি লু খো'।
কঃ আর ডানে যান, চীনা ভাষায় বলা হয় 'ইয়ো কুয়াই', এখানে 'কুয়াই' মানে ঘোরা।
খঃ আচ্ছা, ডানে ঘুরুন 'ইয়ো কুয়াই'। আর বামে ঘুরুন, 'জুও কুয়াই'। তাই না?
কঃ হ্যাঁ, ঠিক বলেছেন। এবার আমরা পুরো বাক্যটি একবার বলি। প্রথম চৌরাস্তার ডানে যান, চীনা ভাষায় বলা হয়, 'দি ই কা শি জি লু খো ইয়ো কুয়াই'।
খঃ আচ্ছা, 'দি ই কা শি জি লু খো ইয়ো কুয়াই'। প্রথম চৌরাস্তার ডানে যান। তারপর?
কঃ আপনি যদি জানতে চান, তারপর কী হবে। তাহলে চীনা ভাষায় বলতে পারেন, 'রান হো না'?
খঃ আচ্ছা, 'রান হো না' মানে তারপর কী?।
কঃ তারপর পাঁচ শ' মিটারের মতো সোজা সামনে যান। পাঁচ শ'-কে চীনা ভাষায় কি বলা হয় মনে আছে, শিহাব?
খঃ হ্যাঁ, অবশ্যই। পাঁচ শ'-কে চীনা ভাষায় বলা হয়, 'উ পাই'।
কঃ হ্যাঁ, আর মিটারকে, চীনা ভাষায় বলা হয়, 'মি'। পাঁচ শ' মিটার, চীনা ভাষায় বলা হয় 'উ পাই মি'।
খঃ আচ্ছা, পাঁচ শ' মিটার, চীনা ভাষায় বলা হয়, 'উ পাই মি'।
কঃ আরেকটি শব্দ এখানে শিখতে হবে। সেটা হলো, 'তা ইউয়ে', তার মানে হলো, প্রায়।
খঃ আচ্ছা, 'তা ইউয়ে', প্রায়। প্রায় পাঁচ শ' মিটার, তাহলে চীনা ভাষায় বলা যায়, 'তা ইউয়ে উ পাই মি', তাই না, স্বর্ণা?
কঃ হ্যাঁ, ঠিক বলেছেন। 'তা ইউয়ে উ পাই মি', প্রায় পাঁচ শ' মিটার। আর 'সোজা যান প্রায় পাঁচ'শ মিটার', চীনা ভাষায় বলা হয়, 'জি জৌ তা ইউয়ে উ পাই মি'।
খঃ আচ্ছা, সোজা যান প্রায় পাঁচ'শ মিটার, চীনা ভাষায় বলা হয়, 'জি জৌ তা ইউয়ে উ পাই মি'।
কঃ হ্যাঁ, এখন প্রায় রেস্তোরাঁর কাছাকাছি চলে এসেছেন। সেটা আছে রাস্তার ডান দিকে, 'থা জাই মা লু ইয়ো পিয়ান'। এখানে 'থা' মানে সেটা।
খঃ এটা আমি জানি, আমি-ওয়া, তুমি-নি, সে বা সেটা-থা।
কঃ ঠিক। 'মা লু' মানে রাস্তা।
খঃ 'মা লু' রাস্তা। স্বর্ণা, 'মা' কি মানে ঘোড়া?
কঃ হ্যাঁ, 'মা' মানে ঘোড়া। আগে রাস্তায় ঘোড়ার গাড়ি বেশি ছিল, এ জন্য রাস্তাকে বলা হয় 'মা লু'।
খঃ ও আচ্ছা, চীনা ভাষা খুব মজার তো। বিভিন্ন শব্দের মধ্যে ইতিহাসও রয়েছে। তাহলে 'রাস্তার ডান দিকে', চীনা ভাষায় বলা হয় 'মা লু ইয়ো পিয়ান'।
কঃ হ্যাঁ, ঠিক বলেছেন। 'সেটি আছে রাস্তার ডান দিকে', 'থা জাই মা লু ইয়ো পিয়ান'।
খঃ তারপর আপনি দেখতে পাবেন, সেটা রাস্তার ডানে আছে, 'থা জাই মা লু ইয়ো পিয়ান'। ঠিক আছে, এবার পেলাম, ধন্যবাদ।
কঃ তখন বলতে পারেন, 'হাও দ্য, শিয়ে শিয়ে', ঠিক আছে, ধন্যবাদ।
খঃ 'হাও দ্য' আর 'তুয়ে', দুটোর মানেই ঠিক আছে। তাহলে তাদের মধ্যে পার্থক্য কী?
কঃ 'হাও দ্য' সাধারণত ব্যবহার করা হয় অন্যদের কথা যখন বোঝা যায় তখন অথবা অন্যদের অনুরোধে রাজি হলে। আর অন্যদের কথা সমর্থন করতে অথবা অন্যরা সঠিক কোনো তথ্য দিলে তখন বলা হয় 'তুয়ে'।
খঃ আচ্ছা, বুঝলাম। হাও দ্য, শিয়ে শিয়ে, স্বর্ণা।
******প্রধান প্রধান বাক্য
খঃ ছিং ওয়েন, ছাং ছেং ফান দিয়ান জাই নালি?
কঃ ছাং ছেং ফান দিয়ান জাই তুং পিয়ান।
খঃ জে মা জৌ?
কঃ জি জৌ, দি ই কা শি জি লু খো ইয়ো কুয়াই।
খঃ রান হো না?
কঃ রান হো জি জৌ তা ইউয়ে উ পাই মি। থা জাই মা লু ইয়ো পিয়ান।
খঃ হাও দ্য। শিয়ে শিয়ে।
**********
কঃ হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'সোজা যান, তারপর দ্বিতীয় চৌরাস্তায় বামে ঘুরুন' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খঃ 'সোজা যান, তারপর দ্বিতীয় চৌরাস্তায় বামে ঘুরুন' চীনা ভাষায় কিভাবে বলা হয় - এ প্রশ্নের উত্তর জানলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn
কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। (ইয়াং ওয়েই মিং/এসআর)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |